তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর কোভিড – ১৯ টিকাকরণ ও আত্মনির্ভর ভারতের উপর রাজ্যজুড়ে সচেতনতা অভিযান পুণে থেকে শুরু করেছেন
Posted On:
07 FEB 2021 11:53AM by PIB Kolkata
পুণে, ০৭ই ফেব্রুয়ারী, ২০২১
তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর কোভিড – ১৯ টিকাকরণ ও আত্মনির্ভর ভারতের উপর রাজ্যজুড়ে সচেতনতা অভিযান পুণে থেকে শুরু করেছেন। এই প্রচার কর্মসূচীতে মহারাষ্ট্রের ৩৬টি জেলায় জনসাধারণকে সচেতন করতে ১৬টি বিশেষ ধরণের ভ্যানকে সাজানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পুণের রিজিওনাল আউটরিচ ব্যুরো, ইউনিসেফ ও মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচী শুরু করেছে। এলইডি স্ক্রীনের মাধ্যমে ডিজিটাল ভাবে প্রচার করা হচ্ছে। শ্রী জাভড়েকর বলেছেন, সারা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়ছে, কিন্তু ১৩০ কোটি জনসংখ্যার ভারতবর্ষে ল্যাটিন আমেরিকা, ইউরোপ বা আমেরিকার থেকে কোভিডের কারণে ক্ষতি কম হয়েছে। মন্ত্রী আরো বলেছেন, কোভিড টিকাকরণ শুরু হবার সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগের নতুন পর্যায়ে প্রবেশ করেছি। সং অ্যান্ড ড্রামা ডিভিশনের সাংস্কৃতিক শিল্পীরা মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতি ব্যবহার করে এই কর্মসূচী পালন করছে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মিডিয়া ইউনিট, রাজ্য সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
***
CG/CB/SFS
(Release ID: 1696027)
Visitor Counter : 201