সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

উত্তরপ্রদেশের লখনৌ অবোধ শিল্প গ্রামে আয়োজিত 'হুনার হাট' ২৯ লক্ষেরও বেশি মানুষ পরিদর্শন করেছেন

Posted On: 07 FEB 2021 1:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২১
 
উত্তরপ্রদেশে লখনৌ অবোধ শিল্প গ্রামে আয়োজিত ' হুনার হাট' ২৯ লক্ষ মানুষ পরিদর্শন করেছেন। গত ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই 'হুনার হাট' বসেছিল। ভোকাল ফর লোকাল- এই কর্মসূচির সেখানে সার্থক রূপায়নে ঘটেছে।
 
আজ সমাপ্তি দিনে অবোধ শিল্প গ্রামে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, 'হুনার হাট'- এর মতো স্থলে দেশের বিভিন্ন অঞ্চলের হস্তনির্মিত বস্ত্র বিপণনের ব্যবস্থা হয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকমের সামগ্রী প্রদর্শিত হয়েছে। দর্শনার্থীরাও তা উপভোগ করেছেন।
শ্রী নাকভি বলেন, লখনৌ এর এই 'হুনার হাট'-এ দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কারিগর এবং কারুশিল্পীরা সেখানে এসেছেন।
 
দেশীয় পণ্য সামগ্রী যেমন আজরখ, অ্যাপলিক, বাঘ প্রিন্ট, ক্যানভাস পেইন্টিং থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন দ্রব্য, চর্ম জাতীয় দ্রব্য, ক্রিস্টাল ক্লাস আইটেম এসবই 'হুনার হাট'-এর সম্ভার ছিল।
 
কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই 'হুনার হাট'-এর মাধ্যমে ৫ লক্ষেরও বেশি কারুশিল্পী কারিগর এবং এবং বিভিন্ন হস্তশিল্পের সাথে সম্পর্কিত মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
 
তিনি জানান, ২৫-তম  'হুনার হাট' বসবে কর্নাটকের মহীশুরের মহারাজা কলেজ ময়দানে। পরবর্তীকালে এই 'হুনার হাট' হবে নতুন দিল্লি, কোটা, জয়পুর, চন্ডিগড়, ইন্দোর, মুম্বাই, হায়দ্রাবাদ, রাঁচি, সুরাট, কোচি এবং পুদুচেরিতে।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1696003) Visitor Counter : 212