শিল্পওবাণিজ্যমন্ত্রক

কৃষি পণ্যের রপ্তানী বাড়ানোর নীতি

Posted On: 05 FEB 2021 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ ফেব্রুয়ারি, ২০২১

 

        সরকার কৃষি পণ্যের রপ্তানীর বিষয়ে একটি সর্বাঙ্গীন নীতির প্রচলন করেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে কৃষি পণ্যের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যাবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে। কৃষি পণ্যের রপ্তানী সংক্রান্ত নীতির মূল বৈশিষ্ট্যগুলি হল :   

১) কৃষি পণ্যের রপ্তানী বাড়ানোর জন্য বিভিন্ন ধরণের সামগ্রী চিহ্নিত করা,  যার ফলে কৃষি পণ্যের রপ্তানী বৃদ্ধি পায়। এখানে পচনশীল সামগ্রীর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  

২) নতুন, শুধুমাত্র ভারতে পাওয়া যায় এ ধরণের শস্য, জৈব চাষ এবং প্রথাগত কৃষি পণ্যের রপ্তানী করতে উৎসাহ দেওয়া।  

৩) কৃষকদের কৃষি বাজারের  ব্যবস্থা করা, বিভিন্ন বিধি-নিষেধ দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।  

৪) কৃষি পণ্যের রপ্তানীতে আন্তর্জাতিক স্তরে ভারতের অংশীদারিত্ব দ্বিগুণ করার জন্য আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়া।

৫) বিদেশের বাজারে রপ্তানীর সুযোগ তৈরি করে কৃষকদের লভ্যাংশ বাড়ানো।

কৃষি পণ্যের রপ্তানী সংক্রান্ত নীতির অঙ্গ হিসেবে বিভিন্ন জেলায় নির্দিষ্ট ফসলকে চিহ্নিত করা হয়েছে। এরপর সেই ফসল বিদেশে রপ্তানী করতে সাহায্য করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বিভিন্ন ক্লাস্টার শনাক্ত করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি।

***

 

 

CG/CB/NS



(Release ID: 1695657) Visitor Counter : 112