আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

পিএম স্বনিধি প্রকল্পের আওতায় রাস্তার খাবার বিক্রেতাদের অনলাইন ব্যবস্থাপনায় নিয়ে আসতে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জোমাটোর সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করেছে

Posted On: 04 FEB 2021 7:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২১
 
প্রধানমন্ত্রী ফুটপাতের হকারদের জন্য আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের অঙ্গ হিসাবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক রাস্তার খাবার বিক্রেতাদের অনলাইন ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে ভারতের অন্যতম খাবারের অর্ডার গ্রহণ ও সরবরাহকারী সংস্থা জোমাটোর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর ফলে, হাজার হাজার গ্রাহক রাস্তার খাবার বিক্রেতাদের কাছ থেকে অনলাইনে খাবার অর্ডার ও সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, বিক্রেতাদের ব্যবসার পরিধিরও বিস্তার ঘটবে। এদিন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ‘পিএম স্বনিধি সে সমৃদ্ধি’ কর্মসূচির জন্য মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে। মূলত, পিএম স্বনিধি প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী এবং তাঁদের পরিবারের আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই মন্ত্রকের যুগ্মসচিব শ্রী সঞ্জয় কুমার এবং জোমাটোর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী মোহিত সার্দানার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। 
 
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে গ্রাহকদের কাছে রাস্তার খাবার বিক্রেতাদের সামগ্রী পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই পদক্ষেপ গ্রহণের ফলে রাস্তার হকারদের ব্যবসায়িক পরিধির  বৃদ্ধি ঘটবে, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন। উল্লেখ্য, গত বছর ৫ই অক্টোবর মন্ত্রক সুইগির সঙ্গে এই ধরনের চুক্তি স্বসাক্ষর করেছিল।
 
এই চুক্তির আওতায় মূলত ভোপাল, লুধিয়ানা, নাগপুর, পাটনা, রাইপুর, ভদোদরা – এই ৬টি শহরে ৩০০ জন রাস্তার খাবার বিক্রেতার কাছ থেকে এই পরিষেবা মিলবে। প্রাথমিকভাবে চালু এই প্রকল্পে সাফল্য এলে ভবিষ্যতে দেশ জুড়ে এই পরিষেবা চালু করা হবে। ১২৫টি শহরে  পিএম স্বনিধি প্রকল্পের আওতাধীন সুবিধাভোগী এবং তাঁদের পরিবারের আর্থ-সামাজিক বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ‘পিএম স্বনিধি সে সমৃদ্ধি’ কর্মসূচির সূচনা করা হয়েছে। 
 
৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত পিএম স্বনিধি প্রকল্পের আওতায় ৩৬.৪০ লক্ষ ঋণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮.৮০ লক্ষ ঋণের আবেদন অনুমোদিত হয়েছে এবং ১৪.০৪ লক্ষ আবেদনকারীকে ঋণ প্রদান করা হয়েছে। 
 
***
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695498) Visitor Counter : 96