সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

রূপান্তরকামীদের কল্যাণে সরকার একটি সুসংবদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে : শ্রী রতনলাল কাটারিয়া

Posted On: 04 FEB 2021 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১
 
 
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া আজ সংসদে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন সরকার রূপান্তরকামীদের স্বাস্থ্য, শিক্ষা, সার্বিক কল্যাণ, দক্ষতা উন্নয়ন, আশ্রয় ও আর্থিক সহায়তার মতো বিষয়গুলির সমাধানে এক সুসংবদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি আরও জানান, সরকার রূপান্তরকামীদের জীবন-জীবিকার সুযোগ বাড়াতে বিশেষ তহবিল বরাদ্দের বিষয়েও চিন্তাভাবনা করছে। এমনকি, জনসেবা ক্ষেত্রে সঠিক কতজন রূপান্তরকামী যুক্ত রয়েছেন সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
 
 
সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী কাটারিয়া জানান, এই প্রথম সরকার রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) আইন, ২০১৯ কার্যকর করেছে। রূপান্তরকামীদের কল্যাণে ও সুরক্ষায় আইনটিকে এক মাইলফলক হিসেবে উল্লেখ করে শ্রী কাটারিয়া বলেন, বিশেষ এই শ্রেণীর মানুষকে কর্মক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা সহ শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা বৈষম্য ছাড়াই পৌঁছে দিতে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসে রূপান্তরকামী ব্যক্তিদের পরিচিতি শংসাপত্র সংগ্রহের আবেদন জানানোর জন্য জাতীয় স্তরে একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে রূপান্তরকামী ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে তাঁদের পরিচিতি শংসাপত্রের আবেদন জানাতে পারবেন। এই পোর্টালের ফলে রূপান্তরকামীদের সশরীরে উপস্থিত হওয়ার আর প্রয়োজন পড়বে না। এখনও পর্যন্ত পোর্টালে এ ধরনের ২৫৯টি আবেদনপত্র পাওয়া গেছে।
 
 
শ্রী কাটারিয়া আরও জানান, রূপান্তরকামী ব্যক্তিরা দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তা খতিয়ে দেখার জন্য জাতীয় স্তরে একটি পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ রূপান্তরকামী সমাজের বিভিন্ন সমস্যার নিরসনে সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। পরিষদের নেতৃত্বে রয়েছেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী। এছাড়াও, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, আইন বিষয়ক মন্ত্রক এবং নীতি আয়োগের আধিকারিকরাও পরিষদে রয়েছেন।
 
 
কোভিড মহামারীর সময় রূপান্তরকামী ব্যক্তিদের সাহায্য প্রসঙ্গে শ্রী কাটারিয়া জানান, মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেক রূপান্তরকামী ব্যক্তিকে ১,৫০০ টাকার এককালীন অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে ৫,৭১১ জন রূপান্তরকামী ব্যক্তি লাভবান হয়েছেন বলেও তিনি জানান। আর্থিক সাহায্যের পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে তাঁদের রেশন সামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি আটটি রাজ্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে যেখানে ১ হাজারের বেশি রূপান্তরকামী ব্যক্তি চিকিৎসা পরামর্শ নিয়েছেন।
 
রূপান্তরকামী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যে অন্যায় ও অবমাননার শিকার হয়েছেন তা দূর করতে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলেও শ্রী কাটারিয়া জানান।
 
***
 
 
 
CG/BD/DM


(Release ID: 1695277) Visitor Counter : 139