আদিবাসীবিষয়কমন্ত্রক

একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার জন্য ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সমঝোতা স্বাক্ষর

Posted On: 01 FEB 2021 9:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১
 
একলব্য মডেল আবাসিক বিদ্যালয় গুলির সুষ্ঠু পরিচালনার জন্য ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আদিবাসী বিষয়ক সংস্থা  ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস-এর সঙ্গে কেরালা রাজ্য একলব্য মডেল আবাসিক বিদ্যালয় সংগঠনের আজ এক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। কেরালার  পাশাপাশি, ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে এই চুক্তি কার্যকর করা হয়।
 
আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে উপজাতিয় অঞ্চলে উন্নয়নের লক্ষ্যে ২০১৮-১৯- বর্ষে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পটি পুনর্গঠন করা হয়। এর উদ্দেশ্য, ভৌগলিক অবস্থান অনুযায়ী শিক্ষার পরিবেশের প্রসার ঘটানো। সরকার ২০২২ সালের মধ্যে সারা দেশজুড়ে মোট ৭৪০ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় গড়ে তুলতে চায়। এর ফলে ৩.৫ লক্ষ আদিবাসী শিক্ষার্থী উপকৃত হবে।
 
বর্তমানে সারা দেশজুড়ে ৫৮৮টি এই ধরনের বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৭৩৩৯১। এরকম আরও ১৫২টি বিদ্যালয় গড়ে তোলা হবে ২০২২ সালের মধ্যে।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1694487) Visitor Counter : 366