স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

২০২১-২২ অর্থবর্ষে সাধারণ বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় ১৩৭ শতাংশ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ডাঃ হর্ষ বর্ধন

Posted On: 01 FEB 2021 4:52PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি, ২০২১

                   

স্বাস্থ্য ও সুস্থতা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান সহ কোভিডের বিরুদ্ধে লড়াই এবং যক্ষ্মার মতো রোগ নির্মূল ও ১২টি সংক্রামক রোগের বিরুদ্ধে শিশুদের টিকাকরণের লক্ষ্যে ২০২১-২২ অর্থবর্ষে সাধারণ বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ১৩৭ শতাংশ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  ডাঃ হর্ষ বর্ধন।

      স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ২০২১এর সাধারণ বাজেটে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ ২.৩৭ গুণ বৃদ্ধি করা হয়েছে। রোগ প্রতিরোধমূলক  নিরাময় স্বাস্থ্য ব্যবস্থাপনা সহ স্বাস্থ্যকর কল্যাণ প্রকল্পে মোট ২,২৩,৮৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কোভিড-১৯এর বিরুদ্ধে  লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।

      জল জীবন মিশনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি জানান, স্বচ্ছ ভারত অভিযান (নগর)এর দ্বিতীয় পর্যায়ের সূচনা এবং দেশবাসীর সুস্বাস্থ্যের জন্য সংক্রমণ দূরীকরণ এবং বায়ুদূষণ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

      ‘প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা’য় আগামী ৬ বছরে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা খরচ করা হবে বলে জানান ডাঃ হর্ষ বর্ধন। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ১৭ হাজার গ্রামীণ এবং ১১ হাজার নগরকেন্দ্রিক স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র গড়ে তোলা হবে। কোভিড মহামারী প্রতিরোধ ক্ষেত্রে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশজুড়ে টিকাকরণ অভিযান কর্মসূচিতে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের বিশেষ সুবিধাপ্রাপ্ত ১১২টি জেলায় পোষণ অভিযান এবং পুষ্টিকরণ অভিযানের ওপর  গুরুত্ব আরোপ করা হয়েছে বলেও তিনি জানান। সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় নির্মাণ, স্বচ্ছ পরিবেশের ওপর বারংবার গুরুত্ব আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবারের বাজেটে জল জীবন মিশন (নগর) অভিযান চালু করার কথা ঘোষণা করা  হয়েছে। এর মূল লক্ষ্যই হল ২.৮৬ কোটি পরিবারে নল বাহিত জলের ট্যাপ সংযোগ সহ ৪ হাজার ৩৭৮টি স্থানীয় নগর সংস্থায় সর্বজনীন ব্যবহারযোগ্য পানীয় জল সরবরাহের পাশাপাশি ৫০০টি অম্রুত শহরে বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে আগামী ৫ বছরে ২ লক্ষ ৮৭  হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

     ***

 

 

 

CG/SS/NS


(Release ID: 1694176) Visitor Counter : 172