বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ভারতের প্রথাগত জ্ঞান সংক্রান্ত ডিজিটাল গ্রন্থাগারের ২০ বছর পূর্তি উদযাপন করেছে সিএসআইআর
प्रविष्टि तिथि:
29 JAN 2021 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ জানুয়ারি, ২০২১
বিজ্ঞান ও কারিগরি গবেষণা পরিষদ (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সিএসআইআর), সংস্থার ৮০টি সফল গবেষণা নিয়ে একটি নতুন প্রচার অভিযান শুরু করেছে। ২০২২ সালে এই সংস্থার ৮০ বছর পূর্তি হবে। প্রথাগত জ্ঞান সংক্রান্ত ডিজিটাল গ্রন্থাগার (ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরী-টিকেডিএল)এর দু দশক পূর্তি উপলক্ষ্যে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ‘টিকেডিএল-এর দু দশক- ভবিষ্যতের সঙ্গে যোগাযোগ’ শীর্ষক এই ওয়েবিনারে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সিএসআইআর-এর প্রাক্তন মহানির্দেশক ডঃ রঘুনাথ এ মাশেলকর, আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্যরাজ রাজেশ কোটেচা অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তরের সচিব শ্রী গুরু প্রসাদ মহাপাত্র, জেনেভা ভিত্তিক ইউপো-র প্রথাগত শাখার বর্ষীয়ান পরামর্শদাতা শ্রীমতি বেগনা ভেনেরো, সিএসআইআর-এর বর্তমান মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে প্রমুখ।
টিকেডিএল-এর প্রধান ডঃ বিশ্বজননী জে সাত্তিগারি ২০০১ সাল থেকে এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ও হোমিওপ্যাথি দপ্তর যা বর্তমানে আয়ুর্বেদ, যোগ ও ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, সোয়া রিগপা ও হোমিওপ্যাথি মন্ত্রক- আয়ুষ হিসেবে পরিচিত, সিএসআইআর-এর সঙ্গে যৌথভাবে টিকেডিএল তৈরি করেছে। ভারতের প্রথাগত জ্ঞান সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা দূর করতে এবং সত্ত্বাধিকারের জন্য আন্তর্জাতিক পেটেন্ট অফিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়। হলুদ, নিম, বাসমতি চালের মতো বিভিন্ন ভারতীয় সামগ্রীর সত্ত্বাধিকারের জন্য দীর্ঘদিন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি এবং সোয়া রিগপা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত ৩ লক্ষ ৯০ হাজার সূত্র ও প্রক্রিয়া সম্বলিত একটি তথ্য ভান্ডার টিকেডিএল তৈরি করেছে। ডঃ আর এ মাসেলকর বলেছেন, বিভিন্ন রোগ নির্ণয়, পশুদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কৃষিকাজে ব্যবহৃত নানা পন্থা-পদ্ধতি, খাদ্য, প্রসাধন সহ নানা সামগ্রীর ক্ষেত্রে চিরায়ত জ্ঞান সম্পর্কে ধারণা পেতে টিকেডিএল সাহায্য করে থাকে। এগুলি ছাড়াও প্রথাগত বিভিন্ন পন্থা-পদ্ধতি যেমন স্থাপত্য, শিল্পকলায় ব্যবহৃত নানা প্রক্রিয়া, বস্ত্রবয়ন শিল্প, বিভিন্ন জিনিস খোদাই করার ক্ষেত্রেও ব্যবহৃত নানা পদ্ধতি সম্পর্কে টিকেডিএল থেকে ধারণা পাওয়া যায়।
***
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1693249)
आगंतुक पटल : 248