মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্পোদ্যোগকে উৎসাহিত করতে আইআইটি খড়গপুরে এগ্রি-ফুড টেকাথন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন

Posted On: 25 JAN 2021 9:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী  রমেশ পখরিয়াল নিশাঙ্ক আজ ভার্চুয়াল মাধ্যমে আইআইটি খড়গপুরে এগ্রি-ফুড টেকাথন-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি এগ্রি বিজনেস ইনকিউবেশন সেন্টারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক ভি কে তেওয়ারি, নাবার্ড-এর চেয়ারম্যান ডক্টর জি আর চিন্তালা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পোখরিয়াল এই অনন্য উদ্যোগের জন্য আইআইটি খড়গপুর এবং নাবার্ড-কে অভিনন্দন জানান। তিনি জোরের সঙ্গে বলেন যে, এগ্রি-ফুড টেকাথন-২০২১ এর মাধ্যমে একটি বাস্তু ব্যবস্থা তৈরিতে উদ্যোগপতিদের উদ্বুদ্ধ করবে। এই দৃষ্টিভঙ্গির ফলে আমাদের দেশের কৃষকদের সহায়তা করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষিকে একত্রিত করবে। এই জাতীয় উদ্যোগ আমাদের দেশের প্রতিটি স্থানে  'ভোকাল ফর লোকাল এন্ড লোকাল ফর গ্লোবাল' হিসাবের সহায়তা করবে। এগ্রি- ফুড টেকাথনের অসীম সম্ভাবনার কথা তুলে ধরে শ্রী পোখরিয়াল বলেন, এই টেকাথন একটি আত্মনির্ভর ভারত প্রতিষ্ঠা করবে এবং ভারতকে 'বিশ্ব গুরু' হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করবে।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1692508) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi , Manipuri