অর্থমন্ত্রক
অর্থ মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের চেন্নাই বেঞ্চের উদ্বোধন করেছেন
এনসিএলএটি-র দিল্লি শাখা প্রধান বেঞ্চ হিসেবে গণ্য হবে
Posted On:
25 JAN 2021 5:57PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৫শে জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ ভারচ্যুয়ালি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএ টি)র চেন্নাই বেঞ্চের উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে এনসিএলএ টির অস্থায়ী চেয়ারপার্সন বিচারপতি বংশী লাল ভাট, কর্পোরেট বিষয়ক দপ্তরের সচিব শ্রী রাজেশ ভার্মা, বার, এনসিএলএ টি ও ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা , কর্পোরেট বিষয়ক মন্ত্রক ও অর্থ মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কর্ণাটক, তামিলনাডু, কেরালা, অন্ধ্র প্রদেশ, লাক্ষাদ্বীপ ও পুডুচেরির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) বেঞ্চগুলি যে রায় দেবে , সেই রায়ের উপর আপিলের শুনানি চেন্নাই শাখা থেকে হবে।
প্রধান বেঞ্চ সহ ৫টি নতুন এনসিএলটি বেঞ্চ জয়পুর, কটক, কোচি ইন্দোর ও অমরাবতীতে চালু হওয়ায় এখন মোট বেঞ্চের সংখ্যা ১৬। এনসিএলএটির চেন্নাই বেঞ্চ চালু হওয়ায় নতুন দিল্লির এনসিএলএটির বেঞ্চটিকে প্রধান বেঞ্চ হিসেবে বিবেচনা করা হবে।
***
CG/CB
(Release ID: 1692404)
Visitor Counter : 142