স্বরাষ্ট্র মন্ত্রক

২০২১-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে সাহসিকতা/সেবার জন্য পুরস্কার

Posted On: 25 JAN 2021 2:08PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৫শে জানুয়ারি, ২০২১ 
 
সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মোট ৯৪৬ পুলিশ কর্মী পুরস্কৃত হয়েছেন। সাহসিকতার জন্য ২জন  ও সেবার জন্য ৮৯জন রাষ্ট্রপতি  পদক পেয়েছেন। এছাড়াও সাহসিকতার জন্য  ২০৫ ও সেবার জন্য ৬৫০কে   পদক দেওয়া হয়েছে।  
 
সাহসিকতার জন্য ঝাড়খন্ডের ১ জন ও সিআরপিএফের ১জন মরণোত্তর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। জম্মুকাশ্মীরে ১৩৭ জন, চরম বামপন্থী উপদ্রুত অঞ্চলে ২৪ জন ও উত্তর পূর্ব ভারতে ১জন তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সাহসিকতার পুরষ্কার পেয়েছেন। এঁদের মধ্যে ৬৮ জন সিআরপিএফ, ৫২ জন জম্মুকাশ্মীর পুলিশ ২০ জন সীমান্ত সুরক্ষা বাহিনীতে, ১৭ জন দিল্লি পুলিশ, ১৩ জন মহারাষ্ট্র পুলিশ, ৮ জন ছত্তিশগড় পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। পশ্চিমবঙ্গে ২ জন রাষ্ট্রপতি পদক সহ ২২জন, ত্রিপুরায় ৬ জন, আসামে ১ জন রাষ্ট্রপতি পুরস্কার সহ ১৪ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১ জন রাষ্ট্রপতি পুরস্কার সহ ২জন এই পুরস্কার পেয়েছেন। বাকিরা অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে কর্মরত। 
 
***
 
 
 
CG/CB


(Release ID: 1692403) Visitor Counter : 130