স্বরাষ্ট্র মন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে করোনা যোদ্ধা সাহসী পুলিশকর্মী যারা সমাজের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

Posted On: 19 JAN 2021 8:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জানুয়ারি, ২০২১
 
স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে করোনা যোদ্ধা সাহসী পুলিশকর্মী, যারা সমাজের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ নতুন দিল্লিতে তিনি দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে করোনা যোদ্ধা পুলিশকর্মীদের সম্মানিত করেন। এর পাশাপাশি অসাধারণ কাজের নিরিখে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মীদের মর্যাদা প্রদান করেন। এই অনুষ্ঠানে স্বল্প দৈর্ঘ্যের ছবি, '২০২০ কা সফর' এবং 'বিজয়পথ- কাহানি খাঁকি যোদ্ধাও কি' পরিবেশিত হয়।
 
আজকের অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কিষান রেড্ডি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব শ্রী অজয় কুমার ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা শ্রী অরবিন্দ কুমার এবং দিল্লি পুলিশের কমিশনার শ্রী এস এন শ্রীবাস্তব স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ২০২০ সালটি পুলিশের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। দিল্লি পুলিশ সেই চ্যালেঞ্জের সহজে মোকাবিলা করেছে। তা সে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গাই হোক বা লকডাউন কিংবা আনলক পরিস্থিতির নজরদারি করা হোক, কিংবা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা অথবা কৃষকদের আন্দোলনে শৃংখলা বজায় রাখার কাজ হোক।
 
করোনা জনিত অতিমারি পরিস্থিতিতে দিল্লি পুলিশের সমাজসেবামূলক কাজের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, এই অতিমারির সময় ৭৬৬৭ জন পুলিশ কর্মী করোনায় সংক্রমিত হয়েছিলেন। এরমধ্যে ৩০ জন করোনা যোদ্ধা পুলিশ শহীদ হয়েছেন। কিন্তু দিল্লি পুলিশ এতেও ভেঙে পড়েনি। তাঁদের মনোবল অটুট ছিল।
 
দিল্লি পুলিশের সমস্ত আধিকারিক এবং কর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি পুলিশের ইতিহাসে এই অধ্যায়টি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশজুড়ে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের এই চ্যালেঞ্জের শেষ হবে তখনই যখন করোনাকে আমরা জয় করতে পারবো।
 
আগামী ২০২২-এ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দিল্লি পুলিশকে তাঁদের লক্ষ্য অর্জনের জন্য তিনি বার্তা দেন। তিনি বলেন, প্রতিটি সংস্থা এবং প্রতিটি পুলিশকর্মীকে তাঁদের জন্য পাঁচটি লক্ষ্য এবং সংকল্প গ্রহণ করতে হবে। তাঁরা নিজেরাও এর অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির সঙ্গে দিল্লি পুলিশের একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। অপরাধী শনাক্তকরণে ফরেনসিক এবং বিজ্ঞানসম্মত প্রমাণ আদালতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন রাজ্যে যাতে কলেজ তৈরি করা যায় সে জন্য কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে তিনি কথা বলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
 
দিল্লিকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে ১৫ হাজার ক্যামেরা বসাবে। যেগুলির সাথে সরাসরি দিল্লি পুলিশের সদর দপ্তরের সংযোগ থাকবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫৫ জন হারিয়ে যাওয়া শিশুকে তাঁদের পরিবারের হাতে তুলে দিয়ে দিল্লি পুলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশ কর্মীদের জন্য ২৩০ কোটি টাকা ব্যয়ে আবাসন নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1690208) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi , Manipuri