বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ডিএসটি বিজ্ঞানীরা মাছ ও পাখির ঝাঁক, ব্যাকটেরিয়া উপনিবেশের মতো স্ব-চালিত অস্বাভাবিক আচরণের বিষয়টির সূত্র খুঁজে পেয়েছেন

Posted On: 17 JAN 2021 12:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২১

বিজ্ঞানীরা মাছ, পাখি বা পোকামাকড়ের ঝাঁক এবং ব্যাকটেরিয়া উপনিবেশ গুলির মতো ক্ষেত্রে ওঠানামা বা গতিশীলতার একটা উৎস খুঁজে পেয়েছেন। যাকে অ্যাক্টিভ ম্যাটার সিস্টেম বলা হয়। এই উপলব্ধটি ন্যানোটেকনোলজির অ্যাপ্লিকেশনগুলি যেমন, ছোট আকারের শক্তি- দক্ষ- বায়ো- ডিভাইসেস তৈরির পাশাপাশি অঙ্গ গুলিতে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার বৈশিষ্ট্যযুক্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো বায়োমেডিকেল প্রয়োগ গুলিতে কার্যকর হতে পারে।

এই অস্বাভাবিক আচরণের কারণ খুঁজে বের করে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সাইন্সেসের বিজ্ঞানী পুণ্যব্রত প্রধানের নেতৃত্বে বিজ্ঞানীরা একটি স্বচালিত খেলনা মডেল অধ্যয়ন করেছেন এবং গতিশীল উৎসটির ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের এই গবেষণার ফলাফল সম্প্রতি ফিজিক্যাল রিভিউ-ই জার্নালে প্রকাশিত হয়েছে।

***

 

 

CG/SB



(Release ID: 1689544) Visitor Counter : 212