রেলমন্ত্রক

লৌহ আকরিক পরিবহনের জন্য রেল মন্ত্রক একটি নীতি প্রণয়ন করেছে

Posted On: 16 JAN 2021 1:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২১

ভারতীয় রেল লৌহ আকরিক পরিবহনের জন্য রেক বরাদ্দ করে একটি নতুন নীতি প্রনয়ন করেছে। এই নীতির লক্ষ্য হচ্ছে গ্রাহকদের বর্তমান সময়ের প্রয়োজন অনুসারে তা পূরন করা। এর পাশাপাশি গ্রাহকদের আশ্বস্ত করা যে, ভারতীয় রেল লৌহ আকরিক পরিবহনের মাধ্যমে ইস্পাত শিল্পে সহায়তা করবে। রেলের এই নতুন নীতির নাম দেওয়া হয়েছে লৌহ আকরিক নীতি-২০২১। এটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন নীতির বিধানগুলি সি আর আই এস দ্বারা সিস্টেম আপডেট করা হবে।

***

 

 

CG/ SB



(Release ID: 1689165) Visitor Counter : 122