তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ
प्रविष्टि तिथि:
13 JAN 2021 5:27PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৩ই জানুয়ারি, ২০২১
৫১তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা নিবেদন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অমিত খারে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০১৯ সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পরিকল্পনার কথা জানান।
শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে যে পাঁচটি ছবি দেখান হবে, সেগুলি হল- চারুলতা (১৯৬৪), ঘরে বাইরে (১৯৮৪), পথের পাঁচালী (১৯৫৫), শতরঞ্জ কি খিলাড়ী (১৯৭৭) ও সোনার কেল্লা (১৯৭৪) ।
***
CG/CB
(रिलीज़ आईडी: 1688291)
आगंतुक पटल : 240