স্বরাষ্ট্র মন্ত্রক

জম্মু ও কাশ্মীরে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় স্তরের প্রকল্পতে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের প্রশংসা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদকে পাশে সরিয়ে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের সূচনা করেছেন

মন্ত্রিসভার পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় স্তরে প্রকল্প রূপায়ণে ২৮,৪০০ কোটি টাকার অনুমোদনের বিষয়টি মোদীজির হৃদয়ের কত নিকটে তা প্রতিফলিত করে

মোদীজির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের পরিণতি হিসেবে এই প্রথম শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি প্রকল্পকে ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার অভিনন্দন

এই প্রকল্প জম্মু ও কাশ্মীরের কূটীরশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ক্ষেত্রে আর্শীবাদ হিসেবে প্রমাণিত হবে

এই প্রকল্প জম্মু ও কাশ্মীরে সমৃদ্ধির এক নতুন ভোরের সূচনা করবে। এই প্রকল্প নজির বিহীন লগ্নি আকৃষ্ট করবে এবং প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে

এই প্রকল্প যুব সম্প্রদায়ের দক্ষতার মানোন্নয়ন ঘটাবে এবং বর্তমান শিল্প ব্যবস্থাকে মজবুত করবে, যাতে জম্মু ও কাশ্মীর দেশের অন্যান্য অঞ্চলের মতো সক্ষম হয়ে উঠতে পারে

Posted On: 07 JAN 2021 5:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই জানুয়ারী, ২০২১
 
জম্মু ও কাশ্মীরে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় স্তরের প্রকল্পতে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের প্রশংসা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একগুচ্ছ ট্যুইটে শ্রী শাহ বলেছেন,  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদকে পাশে সরিয়ে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের সূচনা করেছেন। মন্ত্রিসভার পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরে শিল্পোন্নয়নের জন্য কেন্দ্রীয় স্তরে প্রকল্প রূপায়ণে ২৮,৪০০ কোটি টাকার অনুমোদনের বিষয়টি মোদীজির হৃদয়ের কত কাছে তা প্রতিফলিত হয়। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, মোদীজির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের পরিণতি হিসেবে এই প্রথম শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি প্রকল্পকে ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রকল্প জম্মু ও কাশ্মীরের কূটীরশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ক্ষেত্রে আর্শীবাদ হিসেবে প্রমাণিত হবে। এজন্য শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার অভিনন্দন। 
 
শ্রী শাহ আরো বলেন, এই প্রকল্প জম্মু ও কাশ্মীরের কূটীরশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ক্ষেত্রে আর্শীবাদ হিসেবে প্রমাণিত হবে। এমনকি এই প্রকল্পের ফলে নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট গড়ে উঠবে। সেই সঙ্গে উৎপাদন ও পরিবেষা ক্ষেত্রের আরো বিকাশ ঘটবে। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রকল্প জম্মু ও কাশ্মীরে সমৃদ্ধির এক নতুন ভোরের সূচনা করবে। এমনকি এই প্রকল্প নজিরবিহীন লগ্নি আকৃষ্ট করবে এবং প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই প্রকল্প যুব সম্প্রদায়ের দক্ষতার মানোন্নয়ন ঘটাবে এবং বর্তমান শিল্প ব্যবস্থাকে মজবুত করবে, যাতে জম্মু ও কাশ্মীর দেশের অন্যান্য অঞ্চলের মতো সক্ষম হয়ে উঠতে পারে বলেও শ্রী শাহ অভিমত প্রকাশ করেন। 
 
***
 
 
 
CG/BD/SFS

(Release ID: 1686953) Visitor Counter : 137