ভূ-বিজ্ঞানমন্ত্রক
দিল্লি অঞ্চলে ভূমি কম্পের কারণ অনুসন্ধান ও ভূ-পৃষ্ঠের কাঠামোর চিত্রায়ন
Posted On:
05 JAN 2021 9:59AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ জানুয়ারি, ২০২১
ভূ বিজ্ঞান মন্ত্রকের আওতাধীন জাতীয় ভূমিকম্প অনুসন্ধান কেন্দ্র অনুসারে:
দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে গত বছর এপ্রিল থেকে আগস্টের মধ্যে চারটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়। লকডাউনের সময় গত ১২এপ্রিলে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের উত্তর-পূর্ব সীমান্তে ৩.৫ মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের পরে কয়েকবার আফটার শক অনুভূত হয়। ভূ বিজ্ঞান মন্ত্রকের আওতাধীন ভূমিকম্প অনুসন্ধান কেন্দ্র পরিচালিত জাতীয় ভূকম্প অনুসন্ধানকারী ব্যবস্থাপনা (এনএসএন)এর সাহায্যে এই ভূমিকম্পের উৎসস্থল চিহ্নিত করার কাজ চালানো হয়। তাতে দেখা গেছে এই ভূমিকম্পের উৎসস্থলগুলি ছিল উত্তর-পূর্ব দিল্লি সীমান্ত, রোহতকের (হরিয়ানা) ১৫-কিমি দক্ষিণ-পূর্ব এবং ফরিদাবাদ (হরিয়ানা) এর ১৭ কিমি পূর্ব স্থল।
গত ১০মে ৩.৪ মাত্রর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হওয়ার পর দিল্লি এবং তার আশপাশ অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল গুলি চিহ্নিত করা,কারণ অনুসন্ধান ও ভূ-পৃষ্ঠের কাঠামোর চিত্রায়নের জন্য ভূ বিজ্ঞান মন্ত্রক বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করে।
এর পরেই জাতীয় ভূমিকম্প অনুসন্ধান কেন্দ্র এই ভূমিম্পের উৎসগুলি সম্পর্কে আরও ভাল বোঝার জন্য এবং আফটার শকগুলিকে সুনির্দিষ্টভাবে সনাক্ত করতে ভূকম্পন অঞ্চলে ১১টি অস্থায়ী কেন্দ্র গড়ে তুলেছে। দিল্লি অঞ্চলে ভৌগলিক সমীক্ষা যেমন, ম্যাগনেট টেলুরিক (এমটি )এর কাজও পরিচালিত করা হচ্ছে। দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি (ডাব্লুআইএইচজি)এর সহযোগিতায় এই সমীক্ষার কাজটি করা হচ্ছে ।এর পাশাপাশি উপগ্রহ চিত্রগুলি বিশ্লেষণ , ব্যাখ্যা এবং ত্রুটিগুলি সনাক্ত করা হচ্ছে। মূলত এই তথ্যগুলি কাজে লাগিয়ে ভূমিকম্প প্রতিরোধকারী ভবন, হাসপাতাল,বিদ্যালয়, শিল্প কেন্দ্র গড়ে তোলা হবে।কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) সহযোগিতায় জাতীয় ভূমিকম্প অনুসন্ধান কেন্দ্র এই গবেষণা চালাচ্ছে।
ভৌগলিক ও ভূতাত্ত্বিক উভয় ক্ষেত্রেই সমীক্ষার কাজ ভাল ভাবে চলছে এবং এ বছর ৩১ মার্চের মধ্যে এই কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে।
***
CG/SS
(Release ID: 1686506)
Visitor Counter : 148