প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও, তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে
Posted On:
01 JAN 2021 5:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১লা জানুয়ারী, ২০২১
প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) আজ ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এর সঙ্গে ডিআরডিও –র চেয়ারম্যান ড. জি সতীশ রেড্ডি, সাক্ষাৎ করে তাঁকে আকাশ ক্ষেপনাস্ত্রের একটি মডেল উপহার দিয়েছেন। এই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি রপ্তানি করার অনুমতি পাওয়া গেছে। এই উপলক্ষ্যে ডিআরডিও –র চেয়ারম্যান এবং সংস্থার পদস্থ আধিকারিকরা ডিআরডিও ভবনে ড. এপিএজে আব্দুল কালামকে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন।
দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণার জন্য মাত্র ১০টি গবেষণাগার নিয়ে ১৯৫৮ সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করাই এর মূল উদ্দেশ্য। আজ এই সংস্থা প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে অত্যাধুনিক পদ্ধতির উদ্ভাবন নিয়ে কাজ করছে। ডিআরডিও-র চেয়ারম্যান, সংস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। আত্মনির্ভর ভারতের দিকে প্রতিরক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ডিআরডিও –র উদ্যোগের কথাও তিনি বলেছেন। ২০২১ সালকে রপ্তানির সাল বলে ঘোষণা করে ড. রেড্ডি জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি বিভিন্ন প্রযুক্তি ইতিমধ্যেই বিদেশে রপ্তানি করেছে। ২০২০ সালে আইএনএস বিক্রমাদিত্যে এলসিএ-এর অবতরণ, হাইপারসোনিক প্রযুক্তির ব্যবহার, কোয়ান্টাম কি ডিস্টিবিউশন সহ কোয়ান্টাম প্রযুক্তির প্রয়োগ, লেজার নিয়ন্ত্রিত ট্যাঙ্ক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র, স্মার্ট টরপোডো, বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র, উন্নত পিনাকা রকেট ব্যবস্থা, ভূমি থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র – কিউআরএসএএম –এর উৎক্ষেপণ, সংস্থার উল্লেখযোগ্য কয়েকটি সাফল্য।
এছাড়াও কোভিড মহামারীর সময়ে দেশে ডিআরডিও, ৪০টি গবেষণাগার চালু করেছে। ৫০ ধরণের প্রযুক্তি ও ১০০ রকমের পণ্য উদ্ভাবন করা হয়েছে। দিল্লি, পাটনা এবং মুজাফ্ফরপুরে ডিআরডিও –র তিনটি কোভিড নির্ধারিত হাসপাতাল, সংক্রমিতদের চিকিৎসা করছে। সংস্থার গবেষণা ও উন্নয়ন শাখা আত্মনির্ভর ভারত অভিযানে সাহায্য করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করছে। বিভিন্ন প্রকল্পের সরঞ্জাম অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের থেকে কেনা হচ্ছে। কমপক্ষে ৩০টি নতুন উদ্যোগ বা স্টার্টআপ সংস্থাকে নানাভাবে সাহায্য করা হয়েছে। ডিআরডিও –র বিভিন্ন গবেষণায় তরুণদের ক্ষমতায়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ড. রেড্ডি, “ইস্যুজ অন ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি ইউজিং অরবিটিং স্যাটেলাইটস” শীর্ষক একটি মনোগ্রাফ প্রকাশ করেছেন।
***
CG/CB/SFS
(Release ID: 1685516)
Visitor Counter : 661