উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

ইংরাজি নববর্ষ ২০২১ এর প্রাক্কালে উপ-রাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 31 DEC 2020 2:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর,  ২০২০
 
 
উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু ইংরাজি নববর্ষ ২০২১ – এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, “আমরা যেহেতু ইংরাজি নববর্ষ ২০২১ এ প্রবেশ করতে চলেছি, তাই আমার সমস্ত সহ-নাগরিকবৃন্দকে ঊষ্ণ শুভেচ্ছা জানাই।
 
নববর্ষ এমন একটি মুহূর্ত, যেখানে আমরা সকলেই আশাবাদী হই। এই মুহূর্ত আমাদের সকলকে আশাবাদী, ইতিবাচক ও নতুন কিছু প্রত্যাশী করে তোলে।
 
আসুন আমরা সকলে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে নববর্ষকে স্বাগত জানাই এবং এমন একটি বছরকে বিদায় জানাই, যা আমাদের অনেক কিছু শিখিয়েছে, যার মধ্যে অন্যতম হ’ল – সাম্প্রতিক বিনাশকারী মহামারী। 
 
আসুন আমরা আশাকরি যে, আগামীতে সমস্ত চ্যালেঞ্জ, মানসিক জেদ, আস্থা, সহমর্মিতা ও নমনীয়তার মধ্য দিয়ে অতিক্রম করবো। ২০২০ আমাদের কাছে এক সুস্থ-সবল, আনন্দময় ও সৌভাতৃত্বপূর্ণ বিশ্ব নিয়ে আসুক।
 
আসুন, আমরা নতুন বছরে এই অঙ্গীকার নিয়ে পদার্পণ করি যে, বর্তমান মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাকে পরাজিত করবো। যে কোনও সময় কোভিড টিকা এসে যাবে। তাই, আসুন আমরা ২০২১-কে এক নতুন উৎসাহ ও ইতিবাচক মনোভাব নিয়ে স্বাগত জানাই।
 
আসুন আমরা আশা করি যে, নতুন বছরে শুভ খবর শুনবো, ইতিবাচক জীবনযাপন করবো এবংত শান্তিপূর্ণভাবে পরবর্তী বছরের দিকে এগিয়ে যাবো”। 
 
***
 
 
 
CG/BD/SB


(Release ID: 1685185) Visitor Counter : 185