শিল্পওবাণিজ্যমন্ত্রক

শিল্প ও বানিজ্য মন্ত্রকের অধীন বাণিজ্য বিভাগের ২০২০- বর্ষশেষের পর্যালোচনা

Posted On: 30 DEC 2020 5:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২০
 
 ২০২০- বর্ষশেষে বাণিজ্য বিভাগের উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ।
বৈদেশিক বাণিজ্য নীতির মেয়াদ বৃদ্ধি করে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
অগ্রীম অনুমোদনের বৈধতা ছমাস বৃদ্ধি।
রপ্তানির বাধ্যকতা বাড়িয়ে ৬ মাস বৃদ্ধি।
জরুরী ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম বা ইসিএলজিএস-এ ৩ লক্ষ কোটি টাকা সংস্থানের সুযোগ। এছাড়াও একশ শতাংশ জমানোর প্রতিশ্রুতি। 
ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে জামানত ছাড়া স্বয়ংক্রিয় ঋণের ব্যবস্থা। 
ইক্যুয়িটি বিষয়ক ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের বিকাশের তহবিল গঠনের মাধ্যমে কৃষকদের অতিরিক্ত সহায়তা প্রদান।
কোভিড জনিত পরিস্থিতিতে ভারত সারাবিশ্বে চিকিৎসা জনিত সরঞ্জাম সরবরাহ করেছে।
ই-গভর্নেন্স এর মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো হয়েছে।
অপ্রয়োজনীয় ক্ষেত্রে আমদানির পরিমাণ হ্রাস করা হয়েছে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন।
ব্যবসায়িক ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক পদ্ধতির প্রয়োগ।
বিশেষ ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বৃদ্ধি।
দ্বিপাক্ষিক বাণিজ্য প্রচারের ব্যবস্থা গ্রহণ।
বহুপাক্ষিক বাণিজ্য উদ্যোগ গ্রহণ। এর পাশাপাশি বাণিজ্য বিষয়ক পরিকাঠামো মজবুত করা।
কৃষি বিষয়ক রপ্তানির জন্য নয়া নীতি প্রণয়ন।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1685076) Visitor Counter : 153