আদিবাসীবিষয়কমন্ত্রক

তামিলনাড়ুর মালয়ালি উপজাতিদের থেকে সংগৃহীত এক অনন্য রূপের জায়ান্ট রক বি মধু ট্রাইবেস ইন্ডিয়া'র সঙ্কলনে যুক্ত করা হয়েছে

Posted On: 28 DEC 2020 2:54PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ ডিসেম্বর, ২০২০
 
    ‘আমাদের বাড়ি থেকে আপনার বাড়ি’ প্রচারাভিযানের অষ্টম সংস্করণের আওতায়  ৩৫টির বেশি নতুন আকর্ষণীয়, পুষ্টি বৃদ্ধিকারী উপজাতি পণ্য ট্রাইবেস ইন্ডিয়ার আউটলেট এবং ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। উপজাতি বিষয়ক মন্ত্রকের আওতাধীন ট্রাইফেড ৮ সপ্তাহ আগে এই প্রচারাভিযানের সূচনা করে। দেশের বিভিন্ন প্রান্তের উপজাতিদের কাছ থেকে প্রাকৃতিক, কার্যকরী, পুষ্টিকর, আকর্ষণীয় পণ্য সংগ্রহ এবং সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অঙ্গ হিসেবে তামিলনাড়ুর মালয়ালি উপজাতিদের কাছ থেকে প্রাকৃতিক, জৈব উৎপাদিত পণ্য সামগ্রী যেমন জায়ান্ট রক বি মধু, মধু, বিভিন্ন জাতের চাল, কালো মরিচ এবং তেঁতুল সংগ্রহ করা হয়েছে। উত্তর তামিলনাড়ুর পূর্বঘাটে বসবাসরত মালয়ালি উপজাতি গোষ্ঠীদের কাছ থেকে এই সামগ্রী সংগ্রহ করা হয়। এখানকার অধিবাসীরা পার্বত্য অঞ্চলে কৃষি এবং নানা চাষের কাজে যুক্ত। এর পাশাপাশি মধ্যপ্রদেশের পাতিয়ালা উপজাতিদের কাছ থেকে চোখ ধাঁধানো অলঙ্কার সংগ্রহ করা হয়েছে। ঝাড়খন্ডের লোহরা উপজাতিদের কাছ থেকে আকর্ষণীয় ধাতব সামগ্রী সংগ্রহ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই সংগৃহীত নতুন উপজাতি পণ্য সামগ্রীগুলি দেশের ১২৫টি ট্রাইবেস ইন্ডিয়ার আউটলেটে পাওয়া যাচ্ছে । এছাড়াও ট্রাইবেস ইন্ডিয়া ভ্রাম্যমান গাড়ি এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এই সামগ্রীগুলি। 
 
***
 
 
 
CG/SS/NS


(Release ID: 1684262) Visitor Counter : 136