কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

২০২০র নভেম্বরে ইউপিএসসি'র নিয়োগের ফলাফল চূড়ান্ত হয়েছে

Posted On: 22 DEC 2020 5:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২০
 
 
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নভেম্বর-২০২০ তে গৃহীত নিম্নলিখিত ক্ষেত্রে নিয়োগের ফলাফল চূড়ান্ত করেছে।
 
সফল প্রার্থীদের ডাকের মাধ্যমে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে।
 
১) লেকচারার (প্লাস্টিক টেকনোলজি)।
 
সফল প্রার্থীরা হলেন- 
মিস কাশ্মীরা মাঝি (৮৪)
মিস শ্রুতি মহাপাত্র (১৯২)
গৌতম পাণ্ডা (৬১)
মনিশ সোহেল (২৩৯)
সুরজ কান্নু পান্ডি পিল্লাই (১৯৪)
এসি এবং এসটির জন্য সংরক্ষিত পদে কোন সফল প্রার্থী পাওয়া যায় নি।
 
২) রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার ইন বিসিজি ভ্যাকসিন ল্যাবরেটরি।
 
সফল প্রার্থীরা হলেন-
শবরী নাথ মানি (১৭৬)
সাময়িকভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
 
৩) স্পেশালিস্ট গ্রেড- থ্রি
 
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পালমোনারি মেডিসিন।
সফল প্রার্থী-
ডঃ রোহিত কুমার (১৮)
ডক্টর প্রণব ইস (১৬)
ডক্টর মিস সুমিতা আগরওয়াল (২৩)
ডক্টর নীতিশ গুপ্ত (১১)
ডক্টর মিস শ্বেতা বনসাল 
 
(২১)। তাঁকে সাময়িকভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
 
ডক্টর মিস শিপ্রা আনন্দ ( ৩৪)।
 
অন্য দুটি পদে কোন সফল প্রার্থী পাওয়া যায়নি।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1682811) Visitor Counter : 158