রেলমন্ত্রক
২০২৪ সাল থেকে ট্রেনের ওয়েটিং লিস্ট সম্পর্কে যে খবর প্রচারিত হচ্ছে, সে বিষয়ে স্পষ্টীকরণ
Posted On:
19 DEC 2020 11:41AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২০
একাধিক সংবাদপত্র অনলাইন সংস্করণে খসড়া জাতীয় রেল পরিকল্পনা সম্পর্কে সবিস্তারে সংবাদ প্রচার করা হয়েছে। কয়েকটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রেল ২০২৪ সাল থেকে ওয়েটিং লিস্ট ব্যবস্থা সম্পূর্ণ তুলে নিতে চলেছে বা ২০২৪ সাল থেকে কেবল কনফার্ম টিকিটই দেওয়া হবে।
এ ধরনের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে রেলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে, চাহিদার-ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যায় ট্রেনের ব্যবস্থা করতে সবরকম প্রয়াস নেওয়া হচ্ছে। এর ফলে, যাত্রীদের ওয়েটিং লিস্টে থাকার সম্ভাবনা কমবে। ওয়েট লিস্ট তখনই দেওয়া হয়, যখন সফরের চাহিদা বার্থ বা আসনের তুলনায় বেশি থাকে। তবে, রেলের পক্ষ থেকে ওয়েট লিস্টের ব্যবস্থা তুলে নেওয়ার কোনও প্রস্তাব নেই। প্রকৃতপক্ষে, ট্রেনে বার্থ বা আসনের চাহিদা ও যোগানের ওঠা-নামা হ্রাস করতে ওয়েট লিস্টের ব্যবস্থা চালু রয়েছে।
***
CG/BD/SB
(Release ID: 1681970)
Visitor Counter : 203