স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ডাঃ হর্ষবর্ধন কোভিড-১৯ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর ২২তম বৈঠকে পৌরহিত্য করলেন
Posted On:
19 DEC 2020 1:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত উচ্চ স্তরীয় মন্ত্রিগোষ্ঠীর ২২তম বৈঠকে পৌরহিত্য করেন। সমস্ত কোভিড সেনানীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ডাঃ হর্ষবর্ধন বলেন, এরা সকলেই মহামারীর সময় কোনও রকম ক্লান্তি ও অবসাদ ছাড়াই পরিস্থিতির মোকাবিলা করে গেছেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দেশে জনস্বাস্থ্য ব্যবস্থায় যে সাফল্য অর্জিত হয়েছে, সে সম্পর্কেও তিনি সহকর্মী মন্ত্রীদের অবহিত করেন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, দেশে কোভিড মহামারীর সংক্রমণ হার আরও কমে ২ শতাংশে পৌঁছেছে। একইভাবে, মৃত্যু হার কমে হয়েছে ১.৪৫ শতাংশ, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। তিনি আরও বলেন, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৪৬ শতাংশ। অন্যদিকে, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় নমুনা পরীক্ষার হারও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমে এসেছে।
অক্টোবর ও নভেম্বর মাসে উৎসব মরশুম হওয়া সত্ত্বেও নতুন করে ব্যাপক হারে সংক্রমণের ঘটনা ঘটেনি। তবে, তিনি সংশ্লিষ্ট সকলকে কোভিড আদর্শ আচরণ মেনে চলার পরামর্শ দেন। খুব শীঘ্রই কোভিড-১৯ টিকাকরণের প্রথম পর্যায়ের অনুমতি দেওয়া হবে। প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি মানুষের টিকাকরণের লক্ষ্য স্থির হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ মৃত্যু হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদর্শ স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বের ওপর জোর দেন। বৈপরীত্যের এক উদাহরণ দিয়ে তিনি জানান, কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যু হার সর্বনিম্ন। অন্যদিকে, কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা কম হলেও তুলনামূলকভাবে মৃত্যু হার বেশি বলে তিনি জানান।
বৈঠকে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ বিনোদ কে পল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা শ্রী অমরজিৎ সিনহা প্রমুখ অংশ নে্ন।
***
CG/BD/SB
(Release ID: 1681968)
Visitor Counter : 186