বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

নতুন ইলেক্ট্রোডের উপাদানের সাহায্যে তৈরি মিশ্র সুপার ক্যাপাসিটর অনেক বেশি কর্মক্ষম বলে এআরসিআইও আইআইটি-এইচ এর বিজ্ঞানীরা জানিয়েছেন

Posted On: 17 DEC 2020 11:19AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২০

বিজ্ঞানীরা স্বল্প মূল্যের একটি সুপার ক্যাপাসিটর তৈরি করেছেন যেখানে বিদ্যুৎ সঞ্চয়ের ক্ষমতা অনেক বেশি। নতুন ইলেক্ট্রোডের উপাদান দিয়ে তৈরি এই সুপার ক্যাপাসিটরটি বিদ্যুৎ সঞ্চয়ের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে।

বেশি বিদ্যুৎ সঞ্চয়দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য সুপার ক্যাপাসিটর ব্যাটারির চাইতে বেশি লাভজনক। যেসব সুপার ক্যাপাসিটরের সঞ্চয় ক্ষমতা বেশি এবং কম খরচে তৈরি করা যায় তাদের বাণিজ্যিক চাহিদাও বেশি।

আইআইটি হায়দ্রাবাদের সঙ্গে যৌথ উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের স্বায়ত্বশাসিত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটিরিয়ালসের বিজ্ঞানীরা স্বল্প মূল্যের তড়িৎ রাসায়নিক ব্যবস্থাপনায় নিকেল কোবালটাইটের ইলেক্ট্রোড তৈরি করেছেন যেখানে একটি ন্যানো শিট অক্সিজেনের স্বল্পতার সঙ্গে সাযুজ্য রেখে কাজ করে।

এই ধরণের সুপার ক্যাপাসিটর প্রচলিত এবং নতুন ধরণের ব্যাটারিগুলির বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। তবে রেডক্স মেটাল অক্সাইডের ছিদ্র বেশি থাকায় এই ধরণের ক্যাপাসিটরের দক্ষতা এবং দীর্ঘদিন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়।

গবেষকদের এই দলটি সামঞ্জস্যহীন একটি সুপার ক্যাপাসিটর যন্ত্রও তৈরি করেছে যেখানে ছিদ্রযুক্ত কার্বনের সঙ্গে নিকেল কোবালটাইট ইলেক্ট্রোড বিদ্যুতের ধারণ ক্ষমতা স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এই যন্ত্র এলইডি আলো ডিসি পাখা চালাতে সাহায্য করে।

***

 

CG/CB/NS



(Release ID: 1681548) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Punjabi , Tamil