কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস লিখিত পরীক্ষা (II) ২০২০র ফলাফল

Posted On: 16 DEC 2020 4:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ই ডিসেম্বর, ২০২০

 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে গত ৮ই নভেম্বর যে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস লিখিত পরীক্ষা (II) হয়েছিল, তার ফলাফলের ভিত্তিতে ৬৭২৭ জন প্রার্থীকে প্রতিরক্ষা মন্ত্রকের সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে ইন্টারভিউ-এর জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ এই প্রার্থীরা  দেরাদুনে ১৫১তম ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি; কেরালার এজিমালায় ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি; হায়দ্রাবাদে এয়ারফোর্স অ্যাকাডেমি; চেন্নাইয়ে ১১৪তম এসএসসি (পুরুষ) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি এবং চেন্নাইয়ে ২৮তম এসএসসি মহিলা (নন-টেকনিক্যাল) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য যোগ দেবেন।

ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীকে প্রশিক্ষণের পূর্বে নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে গিয়ে জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ অন্যান্য যাবতীয় নথিপত্রের প্রকৃত কপি জমা করতে হবে। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা প্রথম পছন্দ হিসেবে সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সেনাবাহিনীর ওয়েবসাইট (www.joinindianarmy.nic.in) –এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। যারা ইতিমধ্যেই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেছেন, তাদের পুনরায় নাম নথিভুক্তিকরণের প্রয়োজন নেই। তবে, সংশ্লিষ্ট প্রার্থীর ঠিকানা যদি সংশোধন করতে হয়, তাহলে সেনা সদর দপ্তর / নৌ সেনা সদর দপ্তর / বায়ুসেনা সদর দপ্তরে অবিলম্বে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। 

এদিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থীদের সুবিধায় একটি বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে। কমিশনের পরীক্ষা গ্রহণ ভবনের কাছেই এই কেন্দ্রটি খোলা হয়েছে। প্রার্থীরা যে কোনো প্রয়োজনে কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দূরাভাষের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দূরাভাষ নম্বরগুলি হল – 011 – 23385271, 011 – 23381125 এবং 011 – 23098543। প্রযোজনে প্রার্থীরা ইউপিএসসি-র ওয়েবসাইট থেকেও তথ্য সংগ্রহ করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন, তাদের মার্কশিট কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টারভিউয়ের দিন থেকে ১৫ দিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার মার্কশিট কমিশনের ওয়েবসাইটে ৩০দিন পর্যন্ত থাকবে। 

***

 

CG/BD/SFS



(Release ID: 1681212) Visitor Counter : 146