যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

সফল ডাক কর্মচারীদের ২০১৯-২০ সালের মেঘদূত পুরস্কার ডাক বিভাগ প্রদান করেছে

Posted On: 15 DEC 2020 6:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২০

 

ডাক বিভাগ ২০২০ সালের মেঘদূত পুরস্কার প্রদান অনুষ্ঠান নতুন দিল্লির ইলেক্ট্রনিক্স নিকেতনে আয়োজন করেছে। যোগাযোগ, আইন ও বিচার এবং বৈদ্যুতিন ও প্রযুক্তি মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা, যোগাযোগ, বৈদ্যুতিন ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। সমস্ত চিফ পোস্ট মাস্টার জেনারেল এবং মেঘদূত পুরস্কার প্রাপকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রতি বছর গ্রামীণ ডাক সেবক, বিভিন্ন পর্যায়ে সর্বস্তরের কর্মচারী, প্রযুক্তি ক্ষেত্রে ভালো কাজ এবং শ্রেষ্ঠ মহিলা কর্মচারীদের মোট আটটি মেঘদূত পুরস্কার দেওয়া হয়ে থাকে।

 

ডাক বিভাগ নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানের জন্য কমন সার্ভিস সেন্টার (সিএসসি) ই-গভর্ন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দেশে ১০ হাজারের বেশি ডাকঘরে কমন সার্ভিস সেন্টার গড়ে তোলা হবে যেখান থেকে সরকারের বিভিন্ন কাজ নাগরিকদের এবং বাণিজ্যিক বিভিন্ন কাজ নাগরিকদের দেওয়া হবে। এছাড়াও, গ্রামাঞ্চল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সামাজিক, আর্থিক এবং ডিজিটাল প্রক্রিয়ায় সরকারের সঙ্গে প্রতিটি নাগরিককে যুক্ত করা হবে।

 

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে নাগরিকদের পরিষেবা দেওয়ার মধ্যে রয়েছে ভারত বিল পেমেন্ট সিস্টেম। এখানে বিদ্যুৎ, গ্যাস, জলের বিল ইত্যাদি দেওয়া যাবে। বিমান, ট্রেন এবং বাসের টিকিটের ব্যবস্থাও এখান থেকে করা যাবে। ডাক বিভাগ, ই-গর্ভন্যান্স পরিষেবা সমস্ত ডাকঘরে চালু করতে আগ্রহী। এর ফলে, নাগরিকদের সহজ জীবনযাত্রা এবং সহজে ব্যবসা-বাণিজ্য গ্রাম এবং আধা-শহর ও আধা-গ্রামে করা সুবিধা হবে।  

 

আজকের অনুষ্ঠানে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক 'ডাকপে' অ্যাপের লোগোর সূচনা করেছে। ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ডিজিটাল পদ্ধতিতে আর্থিক পরিষেবা এই 'ডাকপে'র মাধ্যমে দিয়ে থাকে। এখানে নিকটজনকে টাকা পাঠানো, বিভিন্ন আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে করা যাবে। 'ডাকপে' ইউপিআই অ্যাপের জন্য একটি ইউজার আইডি তৈরি করতে হবে যেখানে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ গড়ে তোলা সম্ভব। আর্থিক লেনদেনের জন্য এক্ষেত্রে কিউআর কোড-ভিত্তিক ব্যবস্থা নিতে হবে। ডাক বিভাগ 'ইন্ডিয়া পোস্ট মিটস কোভিড-১৯ চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বৈদ্যুতিন পুস্তিকা প্রকাশ করেছে যেখানে কোভিড মহামারীর সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ভারতীয় ডাক বিভাগ কিভাবে গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিয়েছে এবং সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।  

 

এই অনুষ্ঠানে শ্রী রবিশঙ্কর প্রসাদ মেঘদূর পুরস্কার প্রাপকদের ভালো কাজের জন্য অভিনন্দন জানান। দেশজুড়ে সিএসসি ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে, 'ডাকপে' অ্যাপ চালু করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ায় মন্ত্রী ডাক বিভাগের প্রশংসাও করেছেন। অনুষ্ঠানে ডাক বিভাগের সচিব শ্রী প্রদীপ্ত কুমার বিষয়ী স্বাগত ভাষণ দেন এবং ডাক পরিষেবা বিভাগের মহানির্দেশক বিনীত পান্ডে ধন্যবাদসূচক বক্তব্য রেখেছেন।  

***

 

CG/CB/DM



(Release ID: 1680924) Visitor Counter : 153