প্রতিরক্ষামন্ত্রক

আধুনিক প্রযুক্তির ধারা অনুসরণ করে মেরামতির আধুনিকীকরণ সংক্রান্ত ওয়েবিনারের আয়োজন করল ভারতীয় সেনা

Posted On: 15 DEC 2020 4:40PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০

    ভারতীয় সেনা সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স (এসআইডিএম)-এর সহযোগিতায় ১৪ই ডিসেম্বর ২০২০ আয়োজন করে একদিনের ওয়েবিনারের ‘অ্যাজাইল ইএমই : ফেসিলেটিটিং বুটস অন গ্রাউন্ড থ্রু অ্যাগ্রেসিভ ইন্ডিয়াস্ট্রিয়াল আউটরিচ’- নিয়ে। 

    এই উদ্যোগ ভারতীয় সেনাকে সাহায্য করবে বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তির ধারা অনুসরণ করে মেরামতি ব্যবস্থার আধুনিকীকরণের পরিকল্পনা করতে এবং মেরামতির খরচ কম ও আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীকরণের প্রসারেও। তবে আরও গুরুত্বপূর্ণ যে এই উদ্যোগ সময় বাঁচাবে পদাতিক সেনার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি মেরামতিতে যেখানে অনেক সময় নতুন অথবা সারাই করা অস্ত্রশস্ত্র বিদেশ থেকে আনাতে দেরি হয়। 

    তিনটি নির্দিষ্ট অধিবেশন এবং আলোচনা হল ওয়েবিনারে দেশজকরণ, ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আধুনিকীকরণ কর্মশালা এবং যন্ত্র মেরামতির জন্য পরিস্থিতি ভিত্তিক নিরীক্ষণের ব্যবহার নিয়ে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সেনার মাস্টার জেনারেল অফ সাস্টেনেন্ট লেফ্টেন্যান্ট জেনারেল এস কে উপাধ্যায় জানান যে, এই ধরণের ডিজিটাল আলোচনা কাজকর্ম চালাতে নতুন রীতি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান যে, ভারতীয় শিল্প দ্রুত এগোচ্ছে প্রধান প্রতিরক্ষা শিল্প ভিত্তি হওয়ার লক্ষ্যে এবং প্রতিরক্ষা শিল্প সশস্ত্র বাহিনীর যেকোন সমস্যার নতুন নতুন সমাধান সবসময় দিয়ে থাকে। তিনি বলেন, ‘উত্তর সীমান্তে যে পরিস্থিতির আমরা মুখোমুখি তাতে আমাদের যন্ত্রপাতির প্রতি ভালো করে নজর রাখতে পারছি প্রতিরক্ষা শিল্পের অবিরত সাহায্যে।’ তিনি জানান যে এই ওয়েবিনার ইএমই-র দেশজ প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যে একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, শিল্পের ভারতীয় সেনাকে সাহায্য করা উচিত সময়মতো গুণমান সম্পন্ন প্রয়োজন মেটাতে। 

    ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই)-র মহানির্দেশক লেফ্টেন্যান্ট জেনারেল অনিল কাপুর ভাষণে বলেন, ‘তৎপরতার নতুন মঞ্চ এখন বাধ্যতামূলক। এখানে পছন্দের কোনও জায়গা নেই এবং ইএমই-তে আমাদের নিশ্চিতভাবে তৎপর থাকতে হবে।’ তিনি বলেন, সহযোগিতার গুরুত্ব শিল্পের ক্ষেত্রে সকলের কাছে পৌঁছতে এবং বেশিরভাগ ব্যবস্থা নিশ্চিত করতে যাতে ইএমই সমসাময়িক এবং ভবিষ্যত দ্রষ্টা হয়ে আগামী দিনের সমস্যার মোকাবিলা করতে পারে। তিনি আরও বলেন, ‘ভারত এবং ভারতীয়রা উদ্ভাবন এবং যেকোন বাধা মোকাবিলার  সমার্থক ; দেশজকরণ অর্জন করা যেতে পারে এই একই মনোভাব ও বিশ্বাস নিয়ে।’ এসআইডিএম-এর সভাপতি শ্রী জয়ন্ত পাটিল শিল্পের প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে জানান যে, ভারত সবদিক দিয়ে নিরাপত্তা সমস্যার মুখোমুখি। দেশকে নেতৃস্থানীয় আঞ্চলিক স্থানটি ধরে রাখতে হবে শুধুমাত্র নিজের সার্বভৌমত্ব রক্ষার করার মাধ্যমেই নয় বিশ্বের যেকোন সমস্যা সঙ্কুল অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতেও সক্ষম হতে হবে। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের সেনাবাহিনীকে সেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হবে যা হওয়া উচিত ‘মেড ইন ইন্ডিয়া’। তিনি জানান, ভারতীয় শিল্প প্রতিরক্ষা ক্ষেত্রের প্রয়োজন মেটাতে সক্ষম যাতে ভারত ক্রমশ ‘আত্মনির্ভর’ হয়ে উঠবে। 

    ওয়েবিনারে অংশ নেন ১৪০জন শিল্প প্রতিনিধি এবং সামরিক আধিকারিকরা।

***

 

CG/AP/NS



(Release ID: 1680904) Visitor Counter : 94


Read this release in: English , Urdu , Hindi , Tamil