জলশক্তি মন্ত্রক

জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির বার্ষিক সাধারণ সভা এবং নদী সংযুক্তিকরণের জন্য বিশেষ কমিটির বৈঠকে পৌরোহিত্য করলেন

Posted On: 07 DEC 2020 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৭ ডিসেম্বর, ২০২০
 
    জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির ৩৪ তম বার্ষিক সাধারণ সভা এবং নদী সংযুক্তিকরণের জন্য বিশেষ কমিটির অষ্টাদশ বৈঠকে পৌরোহিত্য করলেন। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার রাজস্থানের জলসম্পদ/জলশক্তি দপ্তরের মন্ত্রীরা এবং নদী সংযুক্তিকরণ সংক্রান্ত টাস্ক ফোর্সের চেয়ারম্যান, জল সম্পদ দপ্তরের সচিব এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর উপদেষ্টা ও বিভিন্ন কেন্দ্র ও রাজ্যসরকারী প্রতিষ্ঠানের আধিকারিকরা। 
 
    জলশক্তি প্রতিমন্ত্রী বৈঠকে জোর দেন যে, দেশের খাদ্য নিরাপত্তা এবং জল নিরাপত্তা বৃদ্ধি করতে নদী সংযুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখানে জলের ঘাটতি আছে, খরা প্রবণ এলাকায় ও বৃষ্টির জলে চাষ হয় এমন এলাকায় জল সরবরাহের ব্যাপারে অত্যন্ত উপকারী। তিনি আশ্বাস দিয়ে বলেন যে ভারত সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির মতামত এবং সহযোগিতা নিয়েই নদী সংযুক্তিকরণ কর্মসূচি রূপায়ণে দায়বদ্ধ। এই উপলক্ষ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে শ্রী কাটারিয়া বলেন, এই প্রকল্প ছিল তাঁর ভাবনা, দর্শন এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয়। 
 
    শ্রী কাটারিয়া অগ্রগতি সম্পর্কে প্রত্যেককে জানান। এনডব্লুডিএ-র ৫টি প্রধান সংযুক্তিকরণ প্রকল্পের ডিপিআর প্রস্তুতি এবং আন্তঃরাজ্য ও আন্তর্রাজ্য নদী সংযুক্তিকরণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের পিএফআর/এফআর নিয়ে। তিনি উল্লেখ করেন যে, কেন-বেতয়া সংযুক্তিকরণ প্রকল্পের বেশিরভাগ ছাড়পত্র দেওয়া হয়ে গেছে এবং ইতিমধ্যেই ডিপিআর দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশকে। যখন জল কম থাকে সেই সময়ের জল ভাগাভাগি নিয়ে ঐকমত্যের মতো ছোটখাটো সিদ্ধান্ত এখনও হয়নি এবং জানান খুব শীঘ্রই উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সঙ্গে আলোচনা সহযোগিতার মাধ্যমে সেগুলি করা হবে। একইভাবে পার-তাপি-নর্মদা সংযুক্তিকরণ প্রকল্পে জল ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। নদী সংযুক্তিকরণ প্রকল্প রূপায়ণ সফল করার জন্য মন্ত্রী সকল সদস্য বিশেষ করে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে সহযোগিতা ও সহায়তা করার আর্জি জানান। 
 
    শ্রী কাটারিয়া জানান, মন্ত্রক ইতিমধ্যেই কোশি-মেচি সংযুক্তিকরণ প্রকল্পের জন্য ৪ হাজার ৯০০ কোটি টাকা লগ্নির ছাড়পত্র দিয়েছে যা বিহারের সীমাঞ্চল অঞ্চলে প্রাণ সঞ্চার করবে। এটি উত্তর বিহারের বহু মানুষকে বন্যার কবল থেকে রেহাই দেবে এবং কম্যান্ড অঞ্চলে ২.১৪ লক্ষের বেশি হেক্টর জমিতে সেচের সুবিধা দেবে।
 
    জলশক্তি প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বিভিন্ন সংযুক্তিকরণ প্রকল্প নিয়ে রাজ্যগুলির আপত্তির সুরাহা হবে এবং আশাপ্রকাশ করে বলেন যে সংশ্লিষ্ট সকল রাজ্যের সহযোগিতায় সংযুক্তিকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
 
    এনডব্লুডিএ-র মহা নির্দেশক আলোচ্য সূচির বিস্তারিত বিবরণ দেন বৈঠকে। বিভিন্ন প্রকল্প, বকেয়া প্রকল্প বাধা বিপত্তি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। 
 
***
 
 
CG/AP/NS


(Release ID: 1679066) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu