ভূ-বিজ্ঞানমন্ত্রক

মান্নার উপসাগরে ঘূর্ণিঝড় বুরেভি


(দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালা উপকূলে ঘূর্ণিঝড় সতকর্তার লাল সঙ্কেত)

Posted On: 03 DEC 2020 2:37PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ ডিসেম্বর, ২০২০

        ভারতীয় আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ দপ্তর জানিয়েছে যে উত্তর শ্রীলঙ্কা থেকে ঘূর্ণিঝড় বুরেভি  ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে। এর ফলে ঘন্টায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো বায়ু বয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। তেশরা ডিসেম্বর রাতে অথবা চৌঠা ডিসেম্বর ভোরে এই ঝড় দক্ষিণ তামিলনাড়ু উপকূলের পাম্বান ও কন্যাকুমারীর মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ তামিলনাড়ুর রামানাথাপুরম, থুঠুকুড়ি, তিরুনেলভেলি ও কন্যাকুমারী জেলা এবং সংলগ্ন দক্ষিণ কেরালা প্রভাবিত হবে।  

        দক্ষিণ তামিলনাড়ুর রামানাথাপুরম, থুঠুকুড়ি, তিরুনেলভেলি, কন্যাকুমারী, তেনকাশী, বিরুধুনগর, থেনি, মাদুরাই এবং শিবগঙ্গা জেলা এবং দক্ষিণ কেরালার থিরুভনন্তপুরম, কোল্লাম, পাঠানমথিত্তা, ইঢ়ুক্কি এবং আলাপুঝা জেলায় অতিভারি থেকে ভারি বৃ্ষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তর তামিলনাডু়, পুদুচেরি, মাহে, কারাইকল, উত্তর কেরালা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষ্মাদ্বীপে আগামীকাল পর্যন্ত ইতস্ততভাবে ভারি থেকে অতিভারি বৃ্ষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

        আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ তামিলনাড়ু উপকূল, দক্ষিণ কেরালা উপকূলে ঘন্টায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। লাক্ষ্মাদ্বীপ ও মালদ্বীপ অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

        এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রর জল ১ মিটার উঁচুতে উঠে যাবে। এর কারণে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  

        সমুদ্র উত্তাল থাকায় মান্নার উপসাগরে এবং দক্ষিণ তামিলনাড়ু, পশ্চিম শ্রীলঙ্কা ও কোমরিন অঞ্চলে সমুদ্র উত্তাল থাকবে। লক্ষ্মাদ্বীপ এবং মালদ্বীপে ও বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকেও সমুদ্র উত্তাল থাকবে।

        এর ফলে কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ধানের ক্ষেত, কলা, পেঁপের বাগিচারও ক্ষতি হবে। কেরালার সমুদ্র তীরবর্তী নিচু অঞ্চলে জলোচ্ছ্বাস দেখা দেবে।  

        আবহাওয়া প্রতিকূল থাকায় মৎস্যজীবিদের এইসব অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য- www.mausam.imd.gov.in  অথবা www.rsmcnewdelhi.imd.gov.in এই ওয়েবসাইটগুলিতে ক্লিক করুন অথবা মৌসম অ্যাপ, মেঘদূত অ্যাপ ও দামিনি অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।

***

 

CG/CB/NS



(Release ID: 1678073) Visitor Counter : 130