আইনওবিচারমন্ত্রক

ম্যাড্রাস হাইকোর্ট ১০ জন অতিরিক্ত বিচারপতি পেয়েছে

Posted On: 02 DEC 2020 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ ডিসেম্বর, ২০২০

        সংবিধানের ২২১ অনুচ্ছেদের ১ নম্বর ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নলিখিত বিচারপতিদের ম্যাড্রাস হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে সিনিয়ারিটি অনুসারে নিয়োগ করেছেন :

        শ্রী গোবিন্দরাজুলু চন্দ্রশেখরণ, শ্রী এ এ নাক্কিরন, শ্রী বিরাস্বামী সিভাগনানাম, শ্রী গণেশন ইলানগোভান, শ্রীমতি অনন্তি সুব্রহ্মনিয়ান, শ্রীমতি কান্নাম্মাল সানমুগা সুন্দরম, শ্রী সাথি কুমার সুকুমারা কুরুপ, শ্রী মুরালি শঙ্কর কুপ্পুরাজু, শ্রীমতি মঞ্জুলা রামারাজু নাল্লিয়া এবং শ্রীমতি তামিলসেলভি টি বালায়াপালায়াম। এঁরা যেদিন থেকে তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন তার পরের দু বছর পর্যন্ত এই পদে বহাল থাকবেন। তবে শ্রীমতি অনন্তি সুব্রহ্মনিয়ান ও শ্রীমতি কান্নাম্মাল সানমুগা সুন্দরম যথাক্রমে ২০২২ সালের ৩০শে জুলাই এবং ১৯এ জুলাই পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।  

 

***

 

CG/CB/NS


(Release ID: 1677770) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Manipuri , Tamil