ভারী শিল্প মন্ত্রক

মূলধনী পণ্য ক্ষেত্রের উন্নয়নে সরকার আন্তঃমন্ত্রক কমিটি গঠন করেছে

Posted On: 11 NOV 2020 6:11PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১১ নভেম্বর, ২০২০
 
সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মুলধনী পণ্য ক্ষেত্রের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একটি ২২ সদস্যের আন্তঃমন্ত্রক কমিটি গঠন করেছে। মূলধনী পণ্য ক্ষেত্রের বিনিয়োগের মাধ্যমে দেশের ৫ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতি এবং উৎপাদন ক্ষেত্রে ১ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প এবং রাষ্ট্রায়ত্ব সংস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই বিষয় সম্পর্কে অবহিত করেন। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, কমিটি এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে এবং ভারতকে মূলধনী পণ্য ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগী ও বিশ্বের মধ্যে উৎপাদনশীল হাব-এ পরিণত করতে উদ্যোগী হবে। 
 
মূলধনী পণ্য ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য সমস্ত মন্ত্রক ও বিভাগ সমন্বয় বজায় রেখে চলবে। এই ক্ষেত্রে বিনিয়োগ বিষয়ে সমস্ত মন্ত্রক ও বিভাগের প্রতিনিধিত্ব রয়েছে। এই কমিটি মূলধন পণ্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়, প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ সহ একাধিক ক্ষেত্রে কাজ করবে। ভারত যাতে আগামী দিনে উৎপাদন ক্ষেত্রে বিশ্বের মধ্যে হাব হিসেবে উঠে আসতে পারে, সে বিষয় নিয়ে এই কমিটি পর্যালোচনা চালাবে। ডিএইচআই-এর সচিবের পৌরহিত্যে এই আন্তঃমন্ত্রক কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রক ও বিভাগের শীর্ষ আধিকারিকদের এই কমিটিতে সদস্য হিসেবে নিযুক্ত করা রয়েছে। 
***
 
 
CG/SS/SKD

(Release ID: 1672140) Visitor Counter : 219


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu