আয়ুষ

আয়ুষ ক্ষেত্রে কোভিড-১৯ এর বিরুদ্ধে জন আন্দোলন গতি পাচ্ছে

Posted On: 31 OCT 2020 5:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২০
 
 
 
কোভিড-১৯ এর বিরুদ্ধে জনআন্দোলনে হাজার হাজার আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তির যোগদানের ফলে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতিতে আরও গতি সঞ্চারিত হয়েছে। আয়ুষ রোগ নির্ণয় কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রোগী পরিষেবা কেন্দ্র ও অন্যান্য ইউনিটগুলিতে এই আন্দোলন পুরোদমে এগিয়ে চলেছে। এমনকি, আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলে তৃণমূল স্তরে আন্দোলনকে সফল করে তুলতে বড় ভূমিকা নিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে সচেতনতা অভিযানের সময় সাধারণ মানুষকে আচার-আচরণগত পরিবর্তন নিয়ে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। 
 
আয়ুষ মন্ত্রকের ৫ দিনের এক পর্যালোচনায় দেখা গেছে, আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের কোভিড আদর্শ আচরণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এছাড়াও, ডিজিটাল মাধ্যমে কোভিড আদর্শ আচরণ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা হচ্ছে।  চলতি উৎসবের মরশুমে জনস্বাস্থ্য ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কারণ, মানুষ উৎসব মরশুমের সময় সুরক্ষা কবচ ছেড়ে অনেক সময় অনুষ্ঠানে সামিল হতে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এর ফলে, মহামারী সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই, আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদারদের সঠিক হস্তক্ষেপের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবণতা প্রতিহত করা সম্ভব। 
 
আয়ুষ মন্ত্রক তার অধীনস্ত কার্যালয় ও বেসরকারি ক্ষেত্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনআন্দোলনকে সফল করে তুলতে সর্বাত্মক প্রয়াস নিয়েছে। এই লক্ষ্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আয়ুষ রোগ-নির্ণয় কেন্দ্রগুলি সহ চিকিৎসা পরিষেবা কেন্দ্রগুলি জাতীয় আয়ুষ মিশনের আওতায় মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবরাও জনআন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে সচেতনতামূলক অভিযান গ্রহণ করেছেন। 
 
 
 
CG/BD/SB


(Release ID: 1669326) Visitor Counter : 152