বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

হিমালয়ের নতুন আবিষ্কৃত সক্রিয় টেকটনিক অঞ্চল ভূমিকম্পন পূর্বাভাস ও গবেষণায় পরিবর্তন নিয়ে আসতে পারে

Posted On: 26 OCT 2020 4:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২০

 

লাদাখ অঞ্চলে হিমালয়ের সিউন জোন বা সিন্ধু সিউন জোন (আইএসজেড), যেখানে ভারতীয় ও এশিয়ান প্লেটস যুক্ত হয়েছে,সেটি টেকটনিক অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলে একটি সক্রিয়  পরিবর্তন  নতুন করে আবিষ্কৃত হয়েছে।এর ফলে  ভূমিকম্প গবেষণা , পূর্বাভাস, পর্বত শৃঙ্খলায় ভূমিকম্পের উৎস অনুসন্ধান বোঝার পাশাপাশি এর বিবর্তনের ক্ষেত্রে এক বড় প্রভাব ফেলতে পারে। 

 

 ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি (ডাব্লুআইএইচজি) থেকে একদল বিজ্ঞানী ভূ-তাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং বিস্তারিত ম্যাপিংয়ের মাধ্যমে  টেকটনিক অঞ্চলের এই  সক্রিয়তা আবিষ্কার করেছে। এই আবিষ্কার  হিমালয় অঞ্চলে ভূমিকম্প গবেষণা , পূর্বাভাস, পর্বত শৃঙ্খলায় ভূমিকম্পের উৎস অনুসন্ধানে বিশেষ সাহায্য করবে।  গবেষণাটি সম্প্রতি ‘টেকনোফিজিক্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

 

 CG/SS



(Release ID: 1667630) Visitor Counter : 196