ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের সাহায্যে শস্য কেনার প্রক্রিয়া চলছে

Posted On: 20 OCT 2020 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ অক্টোবর, ২০২০

 

 

    প্রতি বছরের মতো এবারও ২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্পের সাহায্যে কৃষকদের কাছ থেকে শস্য কেনার প্রক্রিয়া চলছে। ২০২০-২১ খরিফ ধান কেনার কর্মসূচিতে এ পর্যন্ত যে রাজ্যগুলি থেকে ধান কেনা হয়েছে  জম্নু-কাশ্মীর,পাঞ্জাব, হরিয়ানা, উওর প্রদেশ, তামিলনাড়ুর, উওরা খণ্ড, চন্ডীগড় এবং কেরালা। এইসব রাজ্যগুলি থেকে এ পর্যন্ত ৮৯.১৯ মেট্রিক টন ধান কেনা হয়েছে। ৮.৫৪ লক্ষ কৃষকদের কাছ থেকে ক্যুইন্টাল পিছু ১৮ হাজার ৮০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে মোট ১৮৫৩৯.৮৬ কোটি টাকা মূল্যের ধান কেনা হয়েছে। এই সময়কালে ২০১৯-২০ খরিফ বিপণন মরশুমে ৮০.২০ লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছিল। সেখানে এবছর গতবারের তুলনায় ২২.৪৩ শতাংশ বেশি ধান কেনা হয়েছে। 

    বিভিন্ন রাজ্য থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে ৪২.৪৬ লক্ষ মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২০র খরিফ বিপণন মরশুমে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে মূল্য সহায়ক প্রকল্পের আওতায় তৈলবীজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা থেকে ১.২৩ লক্ষ মেট্রিক টন কোপরা বা নারকেলের শুকনো শাঁস কেনার অনুমতি মিলেছে। অন্যান্য রাজ্যগুলি থেকে মূল্য সহায়ক প্রকল্পের আওতায় ডাল, তৈলবীজ, কোপরা কেনার প্রস্তাব এলে সরকার তাতে অনুমোদন দেবে। 

    ১৯এ অক্টোবর পর্যন্ত সরকার অনুমোদিত নোডাল এজেন্সির মাধ্যমে তামিলনাডু, মহারাষ্ট্র এবং হরিয়ানার ৭৭৯ জন কৃষকের কাছ থেকে ৫.৮০ কোটি টাকা মূল্যে ৮০৬.১১ মেট্রিক টন মুগ ও উড়দ কেনা হয়েছে। তামিলনাডু় ও কর্ণাটকের ৩ হাজার ৯৬১ জন কৃষকের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করে ৪২.৪০ কোটি টাকা ব্যয়ে ৫০৮৯ মেট্রিক টন কোপরা কেনা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ইত্যাদি রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করে কৃষকদের কাছ থেকে তুলো কেনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। ১৯এ অক্টোবর পর্যন্ত এই রাজ্যগুলি থেকে ২০০৫১২ তুলোর গজ কেনা হয়েছে। 

 

 

CG/SS/NS



(Release ID: 1666239) Visitor Counter : 131