মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ আইআইটি খড়গপুরে অতিথি অধ্যাপকদের সুবিধার্থে আন্তর্জাতিক স্তরের ফ্যাকাল্টির উদ্বোধন করেছেন
Posted On:
15 OCT 2020 5:59PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ অক্টোবর, ২০২০
খ্যাতনামা বিদেশী বিশ্ববিদ্যালয়গুলি থেকে অতিথি অধ্যাপকদের নিয়ে আসার জন্য এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের কাছে আরও আকৃষ্ট করে তুলতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান(আইআইটি) খড়গপুরে অতিথি অধ্যাপকদের সুবিধার্থে আন্তর্জাতিক স্তরের ফ্যাকাল্টি তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠানে গবেষণা ও বিকাশের জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী শিক্ষা ক্ষেত্রে প্রায় ১০০ জন আন্তর্জাতিক অতিথি অধ্যাপক সদস্যদের থাকার ব্যবস্থা ররেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ আজ এটির উদ্বোধন করেন। তিনি এদিন এই অনুষ্ঠানে ২টি নতুন ছাত্রাবাসেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে, আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক ভি কে তেওয়ারি সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন,শিক্ষাক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে এক অন্যতম স্থান দখল করে রয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০তে শিক্ষাবীদদের ভারতে শিক্ষাদান এবং ভারতে তাদের থাকার ব্যবস্থা সুনিশ্চিত হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, গুণমান, পরিমাণ এবং সহজলভ্যতা এই তিন শক্ত স্তম্ভের ওপর গঠিত জাতীয় শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক মান বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে। আগামীদিনে আইআইটি খড়গপুর ভারতীয় শিক্ষার মানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এই উদ্যোগ গ্রহণের জন্য আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক তিওয়ারি এবং প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের বিশেষ ধন্যবাদ জানান। এই নব গঠিত ফ্যাকাল্টির নামকরণ করা হয়েছে ডঃ এপিজে আব্দুল কালাম, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং কিংবদন্তী শ্রীমতি সাবিত্রি ফুলে-র নামানুসারে। এই নামগুলি শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের লক্ষ্য অর্জনের জন্য শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
ডঃ এপিজে আব্দুল কালাম অতিথি অধ্যাপকদের আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টিতে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা রয়েছে।
অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে জানান, এই প্রতিষ্ঠানে অনেক বিশ্বমানের সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন । আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক তিওয়ারি এই প্রতিষ্ঠানে নতুন তিনটি ফ্যাকাল্টি উদ্বোধন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মযোজ্ঞ চালিয়ে যাওয়া হবে। কোভিড-১৯এর মধ্যেও এই প্রতিষ্ঠান নিরলস কাজ করে চলেছে বলেও তিনি জানান। অধ্যাপক তিওয়ারি আরও বলেন, এই প্রতিষ্ঠানের গবেষকরা একাধিক গবেষণামূলক কাজ চালিয়ে যাচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রাখার যন্ত্র, দ্রুত বহনযোগ্য রোগ নির্ণায়ক পরীক্ষা ব্যবস্থাপনার মতো একাধিক সামগ্রী তৈরি করেছে।
এদিন অনুষ্ঠানে যে ২টি নতুন ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে সেখানে প্রত্যেকটিতে ৫০০ জন করে ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। আইআইটি খড়গপুরে এখন ২৩টি ছাত্রাবাস রয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৯২৬ হবে ।
CG/SS/NS
(Release ID: 1664956)
Visitor Counter : 123