কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

জাতীয় প্রতিরক্ষা একাডেমি(এন ডি এ) এবং নৌ একাডেমির(এন এ) নিয়োগের লিখিত পরীক্ষা ১ এবং ২ এর ফল প্রকাশ করা হয়েছে

Posted On: 09 OCT 2020 7:01PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৯ই অক্টোবর, ২০২০

 



গত ৬ই সেপ্টেম্বর ২০২০ তে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নেওয়া জাতীয় প্রতিরক্ষা একাডেমি এবং নৌ একাডেমিতে নিয়োগের সাধারন লিখিত পরীক্ষা ১ এবং ২ এর ফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে নিম্নে উল্লেখিত প্রার্থীরা প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সার্ভিস সিলেকশন বোর্ডে,সেনাবাহিনী,নৌবাহিনী এবং বিমানবাহিনীতে নিয়োগের জন্য সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন। ২০২১ সালে শুরু হওয়া জাতীয় প্রতিরক্ষা একাডেমির ১৪৫ তম কোর্স,১০৭ তম ভারতীয় নৌ একাডেমি কোর্স (আই এন এ সি) এবং ১৪৬ তম কোর্স এবং ১০৮ তম আই এন এ সি কোর্সের জন্য সফল প্রার্থীরা বিবেচিত হবেন।ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.upsc.gov.in.এ পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়েছে।

সমস্ত প্রার্থী,যাদের ক্রমিক সংখ্যা ক্রম তালিকায় রয়েছে,তা চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে না।প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা হওয়ার দু সপ্তাহের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট joinindianarmy.nic.in এ,অনলাইনে তাঁদের নাম নথিভুক্ত করেন। এর পরেই সফল প্রার্থীদের এস এস বির সাক্ষাৎকারের দিন এবং কেন্দ্র,নির্দিষ্ট ই-মেল আইডি তে জানানো হবে। যে সকল সফল প্রার্থী ইতিমধ্যেই ওয়েবসাইটে তাদের নাম নথিভুক্ত করেছেন,তাদের নতুন করে আর নাম নথিভুক্ত করতে হবেনা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে dir-recruiting6-mod[at]nic[dot]in. এ ক্লিক করা যেতে পারে।

এস এস বির সাক্ষাৎকারের সময় নির্দিষ্ট বোর্ডের কাছে প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার মূল বা আসল সার্টিফিকেট পেশ করার অনুরোধ করা হচ্ছে। প্রার্থীদের মূল বা আসল সার্টিফিকেট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে না পাঠাতে বলা হয়েছে। আরও তথ্যের জন্য প্রার্থীরা কমিশনের 'C' গেটের কাছে অনুসন্ধান কেন্দ্রে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে পারেন বা সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দুরাভাস নম্বর 011-23385271/011-2338125/011-23098543 এ যোগাযোগ করতে পারেন।

এস এস বির সাক্ষাৎকারের শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর সফল প্রার্থীদের মার্ক-শিট ১৫ দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এই ফলাফল ওয়েবসাইটে ৩০ দিন পর্যন্ত প্রদর্শিত থাকবে।



CG/PPM


(Release ID: 1663347) Visitor Counter : 249