যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

সমস্ত এসএআই (সাই) প্রশিক্ষকদের বছরে দু’বার বয়স উপযুক্ত শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে

Posted On: 05 OCT 2020 6:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর,  ২০২০
 
 
 
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সকল প্রশিক্ষকদের বছরে দু’বার শারীরিক সক্ষমতা পরীক্ষা নেবে বলে জানিয়েছে। প্রতিটি প্রশিক্ষকদের  এই পরীক্ষা সম্পর্কিত তথ্য বজায় রাখতেহবে। 
 
গত ২৪শে সেপ্টেম্বর ফিট ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বয়স-ভিত্তিক শারীরিক সক্ষমতার বিষয়ে  যে নিয়ম-নির্দেশিকার সূচনা করেছিলেন, সেই অনুসারে এই শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে প্রশিক্ষকদের। এই প্রথম বয়স উপযুক্ত শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হচ্ছে। শারীরিক সক্ষমতা নিয়মের অঙ্গ হিসাবে সমস্ত প্রশিক্ষকদের – বডি কম্পোজিশন টেস্ট – বিএমআই, ভারসাম্য পরীক্ষা, পেশী শক্তির পরীক্ষা, পেশী সহনশীলতা পরীক্ষা, কার্ডিও ভাসকুলার ফিটনেস পরীক্ষা বা ২.৪ কিলোমিটার হাঁটা/দৌড়ানোর পরীক্ষা দিতে হবে। 
 
প্রশিক্ষকদের সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দিতে সাই এই সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে সাই – এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে অ্যাথলিটদের প্রশিক্ষণের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দায়বদ্ধ। এক্ষেত্রে প্রশিক্ষকদেরও শারীরিকভাবে সক্ষম থাকা প্রয়োজন, যাতে তাঁরা অ্যাথলিটদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারেন। তাই, বছরে দু’বার প্রশিক্ষকদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। এই শারীরিক সক্ষমতার পরীক্ষাগুলির নিয়মের খসড়া  চূড়ান্ত করেছে একটি বিশেষজ্ঞ কমিটি। 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1662057) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Hindi , Punjabi