প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও-র লেজার নিয়ন্ত্রিত এটিজিএম-এর সফল পরীক্ষামূলক উৎক্ষপণ
Posted On:
01 OCT 2020 5:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে লেজার নিয়ন্ত্রিত ট্যাঙ্ক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র (এটিজিএম) পয়লা অক্টোবর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। আহমেদনগরের কে কে রেঞ্জে এমবিটি অর্জুন থেকে ২২শে সেপ্টেম্বর এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছিল।
এটিজিএম ১.৫ কিলোমিটার থেকে ৫ কিলোমিটারের রেঞ্জে বিস্ফোরক বোঝাই বাহনকে আঘাত হানতে সক্ষম। এমবিটি অর্জুনের ১২০ মিলিমিটার রাইফেল গানের সাহায্যে এর উৎক্ষপণ সংক্রান্ত প্রযুক্তির বিষয়ে মূল্যায়নের কাজ চলছে।
এই লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রটি পুণের আর্মামেন্ট গবেষণা ও উন্নয়ন সংস্থা, হাই এনার্জি ম্যাটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি এবং দেরাদুনের ইনস্ট্রুমেন্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট যৌথভাবে তৈরি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-কে অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও-র চেয়ারম্যান সংস্থার কর্মীদের এই সাফল্যর জন্য তাঁদের অভিনন্দিত করেছেন। এর ফলে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের পথে আরও একধাপ এগোনো যাবে।
CG/CB/DM
(Release ID: 1660976)
Visitor Counter : 193