সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
শ্রী থেওরচাঁদ গেহলত “এসসি-দের জন্য উদ্যোগী মূলধনী তহবিলের অধীনে আম্বেদকর সোশাল ইনোভেশন এবং ইনকিউবেশন মিশন” চালু করেছেন
Posted On:
30 SEP 2020 6:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২০
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত তপশিলি জাতিভুক্ত (এসসি) শিক্ষার্থীদের মধ্যে অভিনব উদ্যোগ সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থেওরচাঁদ গেহলত “এসসি-দের জন্য উদ্যোগী মূলধনী তহবিলের অধীনে আম্বেদকর সোশাল ইনোভেশন এবং ইনকিউবেশন মিশন (এএসআইআইএম)” চালু করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া, মন্ত্রকের সচিব শ্রী আর. সুব্রহ্মণ্যম, আইএফসিসিআই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস লিমিটেডের এমডি শ্রী শিবেন্দ্র তোমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রী গেহলত জানান, এসসি/দিব্যাঙ্গ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং তাদেরকে “চাকরিদাতা” হিসেবে সক্ষম করে তুলতে সামাজিক ন্যায় বিচার মন্ত্রক ২০১৪-১৫ সালে এসসি/দিব্যাঙ্গদের জন্য উদ্যোগী মূলধনী তহবিল চালু করেছিল। এই তহবিলের উদ্দেশ্যই হলো এসসি উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদান করা। এই তহবিলের অধীনে ১১৭টি প্রতিষ্ঠানকে ব্যবসায়িক উদ্যোগ স্থাপনের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। “আম্বেদকর সোশাল ইনোভেশন এবং ইনকিউবেশন মিশন (এএসআইআইএম)” এর উদ্যোগে আগামী ৪ বছরে ১,০০০ এসসি যুবককে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে টেকনোলজি বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে স্টার্ট আপ সম্পর্কে ধারণা প্রদান করা হবে। ৩ বছরে তাদেরকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হবে, যাতে তাঁরা স্টার্ট আপ সম্পর্কিত চিন্তাভাবনাগুলি বাণিজ্যিক ক্ষেত্রে কাজে লাগাতে পারে। সফল হলে ৫ কোটি টাকা পর্যন্ত তাঁরা আর্থিক অনুদান গ্রহণের সুযোগ পাবেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তপশিলি জাতিভুক্তদের উদ্যোগী মূলধনী তহবিলের মাধ্যমে এএসআইআইএম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এর সঙ্গে দিব্যাঙ্গদের সাহায্যের বিষয়টিও অন্তর্ভুক্তি করা হয়েছে। আগামী দিনে তাঁরা যাতে চারকি প্রার্থী থেকেও চাকরি দাতা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রী গেহলত এদিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে “স্টার্ট আপ ইন্ডিয়া” উদ্যোগের কথা বলেছেন তার উপর জোর দেন।
অনুষ্ঠানে শ্রী রতনলাল কাটারিয়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এসসি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা সম্প্রসারণের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, টেকনোলজি বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে এসসি শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা গড়ে তোলা হবে এবং বাণিজ্যিকভাবে তাদের উদ্যোগ স্থাপনে বিশেষ সহায়তা প্রদান করা হবে। চলতি অর্থ বছরে ১১৮টি সংস্থাকে ৪৪৪.১৪ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য এএসআইআইএম-এর ক্ষেত্রে ১৯,৩২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
CG/SS/SKD
(Release ID: 1660494)
Visitor Counter : 229