কয়লামন্ত্রক
কয়লা খনি ব্লক নিলাম : ২৭৮টি দরপত্র কেনা হয়েছে
Posted On:
28 SEP 2020 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২০
কয়লা খনি ব্লক নিলাম প্রক্রিয়ায় বর্তমানে ৩৮টি কয়লা খনির নিলামের প্রেক্ষিতে নিলামপ্রক্রিয়ায় সম্ভাব্য অংশগ্রহণকারীরা ২৭৮টি দরপত্র কিনেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টো পর্যন্ত দরপত্র গ্রহণ করবে এবং ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দরপত্রগুলি খোলা হবে।
CG/SS/DM
(Release ID: 1659894)
Visitor Counter : 116