শিল্পওবাণিজ্যমন্ত্রক

মেধাস্বত্ত্ব সম্পর্কিত সহযোগিতা বিষয়ে ভারত ও ডেনমার্কের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত

Posted On: 26 SEP 2020 12:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০

 

 

মেধাস্বত্ত্ব সম্পর্কিত সহযোগিতা বিষয়ে আজ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিপার্টমেন্ট অফ প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড (ডিপিআইআইটি) ডেনমার্কের ড্যানিশ পেটেন্ট এবং ডেনমার্কের বাণিজ্য, অর্থ ও শিল্প মন্ত্রকের আওতাধীন ট্রেডমার্ক অফিসের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এই সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিআইআইটি-র সচিব শ্রী গুরুপ্রসাদ মহাপাত্র এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ ফ্রেডি ভ্যানি।

 

গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মেধাস্বত্ত্ব সহযোগিতার বিষয়ে ভারত ও ডেনমার্কের সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে  মেধাস্বত্ত্ব ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ব্যবসা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে মেধাস্বত্ত্বের আদান-প্রদান সম্ভবপর হবে। এমনকি, উভয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেধাস্বত্ত্ব বিষয়ে জ্ঞানের আদান-প্রদান সম্ভবপর হবে। এই সমঝোতা স্বাক্ষরের ফলে ভারত ও ডেনমার্কের মধ্যে বিশেষজ্ঞদের সাহায্যে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে।

 

পেটেন্ট, ট্রেডমার্ক, শিল্প নকশা , ভূতাত্ত্বিক সূচক ও তথ্য আদান-প্রদান ব্যতীত মেধাস্বত্ত্ব অধিকারের সর্বোত্তম ব্যবহার, সুরক্ষা  প্রয়োগ করা যাবে। প্রকল্পের আধুনিকীকরণ ও বাস্তবায়নে বিশেষ সাহায্য করবে এই সমঝোতাপত্র স্বাক্ষর। ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এবং প্রচলিত জ্ঞান সম্পর্কে তথ্যভাণ্ডার তৈরিতে সাহায্য মিলবে। 

 

এই সমঝোতাপত্র বাস্তবায়নে উভয় দেশই যৌথভাবে  দু'বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। পরবর্তীতে কাজের অবস্থার ওপর ভিত্তি করে বিশদ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে। এই সমঝোতা স্বাক্ষর ভারত ও ডেনমার্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করে তুলবে। উভয় দেশের মধ্যে জ্ঞানের আদান-প্রদানও সম্ভবপর হবে। বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে জায়গা করে নিতে  এবং ২০১৬ সালের জাতীয় মেধাস্বত্ত্ব নীতি কার্যকর করার লক্ষ্যে ভারতের এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

 

 

CG/SS/DM



(Release ID: 1659352) Visitor Counter : 184