ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে পাঞ্জাব ও হরিয়ানায় ধান / চাল কেনার প্রক্রিয়া শুরু
Posted On:
26 SEP 2020 12:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে সমস্ত রাজ্যে আগামী ১ অক্টোবর থেকে ধান / চাল কেনার প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) ছাড়াও রাজ্যের নির্ধারিত সংস্থাগুলি এই ধান / চাল কেনার প্রক্রিয়া চালাবে। এই কাজ পরিচালনার জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তবে, হরিয়ানা ও পাঞ্জাবের মান্ডিগুলিতে ধান তাড়াতাড়ি এসে পৌঁছনোয় ভারত সরকার উভয় রাজ্যে আজ থেকেই (২৬ সেপ্টেম্বর) ধান / চাল কেনার প্রক্রিয়া শুরু করছে। উভয় রাজ্যের কৃষকরা যাতে তাঁদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হরিয়ানা ও পাঞ্জাব সরকার ধান / চাল ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশিকাও জারি করেছে।
CG/SS/DM
(Release ID: 1659336)
Visitor Counter : 124