স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর চিকিৎসার জন্য কেনা ভেন্টিলেটর

Posted On: 23 SEP 2020 6:55PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৩শে সেপ্টেম্বর, ২০২০ 
 
 
 
 
কেন্দ্র জানুয়ারী থেকে আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম হিসেবে বেশ কিছু জিনিস কেনার উদ্যোগ নিয়েছে। ৪,৫৯,০৯,১৯৯টি এন-৯৫ মাস্ক কেনার জন্য ৪৯১কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ১,৯২,২২,৬৮৮টি পি পি ই কভারলসের জন্য বরাদ্দ হয়েছে ১৯৬৩কোটি ৪১ লক্ষ টাকা। ছয়লক্ষ নয়শো তেষট্টিটি ভেন্টিলেটরের জন্য বরাদ্দ হয়েছে ২৫৬৮কোটি ৪০ লক্ষ টাকা। 
 
বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য প্রয়োজন অনুসারে এগুলি সরবরাহ করা হয়েছে। এছাড়াও ২০১৯-২০ অর্থবর্ষে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং কোভিড-১৯ এর প্রতিরোধে ১১১৩কোটি ২১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ভারত কোভিড-১৯ আপতকালীন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতির প্যাকেজের আওতায় ৪২৫৬কোটি ৭৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। 
 
পশ্চিমবঙ্গে এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে ১৭লক্ষ ৬৮হাজার, পিপিই কিট দেওয়া হয়েছে চার লক্ষ ৮৫ হাজার, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার। রাজ্যের জন্য বরাদ্দকৃত ১১২০টি ভেন্টিলেটরের মধ্যে সরবরাহ করা হয়েছে ১,০৫২ টি। আর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তত করা হয়েছে ৫৪৩টি ভেন্টিলেটর।   
 
ত্রিপুরাকে এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে তিনলক্ষ এক হাজার, পিপিই কিট দেওয়া হয়েছে এক লক্ষ  ৪৩হাজার, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে ৫লক্ষ ৫০ হাজার। রাজ্যের জন্য বরাদ্দকৃত ৯২টি ভেন্টিলেটরের মধ্যে সবগুলিই সরবরাহ করা হয়েছে । আর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তত করা হয়েছে  চৌত্রিশটি ভেন্টিলেটর।  
 
অসমে এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে ১০লক্ষ ৬১হাজার, পিপিই কিট দেওয়া হয়েছে তিনলক্ষ  একুশহাজার, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে ২১লক্ষ ৭০হাজার। রাজ্যের জন্য বরাদ্দকৃত এক হাজারটি ভেন্টিলেটরের মধ্যে সব কটি সরবরাহ করা হয়েছে । আর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তত করা হয়েছে ৩৮০টি ভেন্টিলেটর। 
 
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে এক লক্ষ ৮৬ হাজার , পিপিই কিট দেওয়া হয়েছে উনোসত্তর হাজার, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে ১লক্ষ ৮০হাজার। দ্বীপভূমির জন্য বরাদ্দকৃত চৌত্রিশটি ভেন্টিলেটরের মধ্যে সবগুলিই সরবরাহ করা হয়েছে। আর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তত করা হয়েছে  ১৭টি ভেন্টিলেটর।  
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। 
 
 
 
 
CG/CB


(Release ID: 1658427) Visitor Counter : 122


Read this release in: English , Marathi , Manipuri , Telugu