নারীওশিশুবিকাশমন্ত্রক
মহিলাদের প্রতি ঘরোয়া হিংসা বাড়ছে
Posted On:
22 SEP 2020 2:07PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০
কোভিড-১৯ অতিমারীর কারণে লকডাউন শুরু হওয়ার পরই, জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু), বৈদ্যুতিন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বিজ্ঞাপনের প্রচার শুরু করেছে । এতে হিংসার শিকার হয়েছেন এমন যে কোন মহিলাকেই এগিয়ে আসার এবং এটি রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়াও, মহিলা কমিশন, প্রচলিত পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলি খতিয়ে দেখার পাশাপাশি, ঘরোয়া হিংসার শিকার মহিলাদের অভিযোগ দায়েরে উৎসাহ দিতে গত ১০ই এপ্রিল, ২০২০ একটি হোয়াটসঅ্যাপ নম্বর - ৭২১৭৭৩৫৩৭২ চালু করেছে। এনসিডাব্লু'র নেওয়া এমন অতিরিক্ত উদ্যোগে, এমনকি বিগত কয়েক বছরে লাগাতার ঘরোয়া অত্যাচারেরর শিকার হওয়া মহিলারাও অভিযোগ জানাতে উৎসাহ পাচ্ছেন । অভিযোগ পাওয়ার পর, কমিশন, অত্যাচারিত মহিলা,পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করছে ।
অ্যানেক্সার - I-এ জাতীয় মহিলা কমিশনে, ২০২০-র মার্চ থেকে ২০২০-র সেপ্টেম্বর পর্যন্ত মাস-অনুযায়ী এবং রাজ্যভিত্তিক "নারীদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সুরক্ষাদানের" বিষয়ে নথিবদ্ধ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে । অ্যানেক্সার - II-তে ২০২০ সালের মার্চ থেকে কমিশনে প্রাপ্ত / নথিবদ্ধ মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা সম্পর্কিত অভিযোগের হিসেব রয়েছে ।
ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে,স্থানীয় ‘পুলিশ’ এবং ‘শান্তি ও শৃক্ষলা ’বজায় রাখার দায়িত্ব রাজ্যের হাতে দেওয়া হয়েছে । আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, নারীদের প্রতি হিংসা প্রতিরোধ সহ নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার মূল দায়িত্ব রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের । তা সত্ত্বেও, মহিলাদের সুরক্ষাকে উচ্চ অগ্রাধিকার দিতে, কেন্দ্রীয় সরকারও গত ছয় মাসে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এরমধ্যে, মহিলাদের সুবিধার্থ গৃহীত বিভিন্ন আইন যেমন- 'গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন, ২০০৫', 'যৌতুক নিষিদ্ধকরণ আইন, ১৯৬১', 'বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০০৬' প্রভৃতির আওতায় মহিলাদের সহায়তা দিতে সরকার বিভিন্ন সাধারগৃহ, আপৎকালীন তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা (১১২), ওয়ান স্টপ সেন্টার (ওএসসি), সার্বজনীন মহিলা সহায়তা লাইন (ডাব্লুএইচএল), উজ্জ্বলা হোমস চালু করেছে । সংবেদনশীলতার পাঠ দিতে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের জন্যও কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী, শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়েছেন। ।
CG/AC
(Release ID: 1657966)
Visitor Counter : 3903