যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

সরকার যুব সম্প্রদায়ের কাজের সুবিধার জন্য মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম- ‘ইউওয়া’-র সূচনা করেছে

Posted On: 22 SEP 2020 4:34PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২ সেপ্টেম্বর, ২০২০

 

 

        যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং ইউনিসেফ ২০শে জুলাই একটি ‘উদ্দেশ্যের বিবৃতি’ (স্টেটমেন্ট অফ ইন্টেন্ট) স্বাক্ষর করেছিল। ভারতে আন্তর্জাতিক মানের মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম- ‘ইউওয়া’ জেনারেশন আনলিমিটেড গড়ে তোলাই যার উদ্দেশ্য।   

        এই ব্যবস্থায় যুব সম্প্রদায়কে শিল্পোদ্যোগী হওয়ার জন্য অনলাইনে এবং অফলাইনে সফল শিল্পোদ্যোগী ও বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন যাতে তাদের ব্যবসা-বাণিজ্য করার মানসিকতা তৈরি হয়।  

        একবিংশ শতাব্দীর দক্ষতার সঙ্গে সাযুজ্য রেখে যুব সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধির জন্য অনলাইন এবং অফলাইনের সাহায্যে তাদের নানা পরামর্শ দেওয়া হবে, যার সাহায্যে তারা তাদের জীবনকে গড়ে তুলবেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যুব সম্প্রদায়কে অর্থনৈতিক বিভিন্ন উচ্চাকাঙ্খী সুযোগ-সুবিধার কথা জানানো হবে, যাতে তারা চাকরি বা স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে উপকৃত হন। এর মধ্য দিয়ে কাজের বাজারের চাহিদা অনুযায়ী যুব সম্প্রদায় নিজেদের গড়ে তুলতে পারবেন।

        যুব বিষয়ক দপ্তর, ইউওয়া টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞদের নিয়ে এসে যুব সম্প্রদায়কে সাহায্য করবে।

        লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু।   

 

 

CG/CB/NS



(Release ID: 1657964) Visitor Counter : 155


Read this release in: English , Punjabi , Telugu