শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
কর্মহীন শ্রমিকদের জন্য ত্রাণ প্যাকেজ
Posted On:
21 SEP 2020 5:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২০
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ অতিমারী এবং তার জেরে লকডাউন,ভারত সহ গোটা বিশ্বের অর্থনীতির ওপর বিশেষ প্রভাব ফেলেছে।কোভিড-19 এর ফলে বড়ো সংখ্যক পরিযায়ী শ্রমিক বাধ্য হয়ে তাদের নিজের নিজের রাজ্যে ফিরে গেছে। কোভিড-19 এর জন্য উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের পক্ষ থেকে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।অর্থনীতি,পরিকাঠামো,ব্যবস্থাপনা, চাহিদা এবং দিকনির্দেশক জনসংখ্যাতত্ত্ব কে সামনে রেখে দেশের যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আত্মনির্ভর ভারতের সূচনা হয়।
কোভিড-19 অতিমারীর প্রভাব প্রশমিত করতে কেন্দ্রীয় সরকার গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার(পি এম জি কে ওয়াই) সূচনা করেছে। দরিদ্র থেকে দরিদ্রতম মানুষরা এই কঠিন সময়ে,অত্যাবশ্যক পণ্য ক্রয়ের জন্য যাতে অসুবিধায় না পড়েন সে লক্ষ্যে তাদের হাতে খাদ্য এবং অর্থ তুলে দিতেই এই যোজনার সূচনা করা হয়।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ভারত সরকার ,কর্মচারী ভবিষ্য নিধির (ই পি এফ) নিয়োগকারির ১২% এবং কর্মচারির ১২%,মোট ২৪% মজুরি একত্রে,মার্চ ২০২০ থেকে অগাস্ট ২০২০ পর্যন্ত দিয়ে দিয়েছে। এই সুযোগ পেয়েছে সেই সমস্ত সংস্থা যাদের ১০০ জন কর্মচারি রয়েছে এবং ৯০% কর্মচারি বা শ্রমিকদের মাসিক মজুরি ১৫ হাজার টাকার কম।
ই পি এফ ওর অধীনে থাকা সংস্থাগুলির কর্মচারি এবং নিয়োগকর্তার উভয়ের বাধ্যতামূলক ভবিষ্যনিধির(পিএফ) দেয়,মজুরির ১২% থেকে কমিয়ে তিন মাসের জন্য ১০% করা হয়েছে।
যে সমস্ত পরিযায়ী শ্রমিক লকডাউনের দরুন নিজেদের গ্রামে ফিরতে বাধ্য হয়েছেন,তাদের কর্মসংস্থানের এবং জীবনজীবিকার লক্ষ্যে ভারত সরকার গত ২০শে জুন,২০২০ তে গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করে। এই অভিযানের মূল লক্ষ্য হলো,গ্রামীন পরিকাঠামোর উন্নয়ন এবং গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগের মতন আধুনিক পরিষেবা পৌঁছে দেওয়া। দেশের ৬ টি রাজ্যের ১১৬ টি জেলায় এই অভিযানের জন্য ৫০,০০০ কোটি টাকার কর্মসূচী নেওয়া হয়।
আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে, ভারত সরকার এমজিএনআরইজিএসে অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর দরুন ৩০০ কোটির মতন অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টিতে সাহায্য করেছে। আরও কাজের সুযোগ এবং পরিযায়ী শ্রমিকদের বর্ষাকালেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
পথে যারা ব্যবসা করে,এরকম প্রায় ৫০ লক্ষ ব্যবসায়ীদের ব্যবসা শুরুর জন্য প্রধানমন্ত্রী এসভিএনিধির মাধ্যমে সহায়ক মূলধন হিসাবে এক বছরের জন্য ১০ হাজার টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অটল বিমিত ভক্তি কল্যাণ যোজনার মাধ্যমে কর্মহীনদের সুবিধার জন্য কর্মচারি রাজ্য বিমা নিগম(ই এস আই সি) গড় মজুরি ২৫ % থেকে বৃদ্ধি করে ৫০% করেছে। কোভিড-19 অতিমারীর দরুন কর্মহীন হয়ে পড়া,বিমা আছে এমন কর্মীদের ৯০ দিন পর্যন্ত সব রকম শর্তে ছাড় দিয়েই এই সুবিধা দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গয়ার আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।
CG/PPM
(Release ID: 1657539)
Visitor Counter : 290