কৃষিমন্ত্রক

পিএম-আশা যোজনা

Posted On: 21 SEP 2020 2:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২০

 

 


প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান (পিএম-আশা) কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার একটি কর্মসূচী । পূর্বতন মূল্য সহায়ক প্রকল্পে কিছু রদবদল ঘটিয়ে প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম  (পিডিপিএস)চালু করা হয়েছে । বেসরকারি ভাবে শস্য সংগ্রহে প্রাইভেট প্রকিউরমেন্ট অ্যান্ড স্টকিস্ট স্কিম (পিপিএসএস) আর একটি নতুন প্রকল্প । পিএম-আশা যোজনার আওতায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈলবীজের বিষয়ে একটি  গোটা রাজ্যের জন্য মূল্য সহায়ক প্রকল্প অথবা পিডিপিএস – যে কোন একটির সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হয় । ডালশস্য এবং নারকের শুষ্ক শীষ শুধুমাত্র মূল্য সহায়ক প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করা যাবে । মূল্য সহায়ক প্রকল্প অথবা পিডিপিএস যে কোন একটি প্রকল্প একটি শস্যের জন্য রাজ্যগুলিকে বাছাই করতে হবে । নির্বাচিত জেলা এবং অঞ্চলের ক্ষেত্রে রাজ্যগুলি পিপিএসএস-এর সুবিধা নিতে পারে । এক্ষেত্রে ওই অঞ্চল বা জেলার কৃষিপণ্য বাজারজাত কমিটি অংশগ্রহণের ভিত্তিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে । খাদ্য ও গণবন্টন ব্যবস্থার আওতায় বর্তমানে গম, চাল এবং দানাশস্য সংগ্রহ করা হয় । কাপাস তুলোর ক্ষেত্রে  বস্ত্রমন্ত্রকের নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সেগুলি সংগ্রহ করা হয় । এর ফলে, কৃষকরা বর্ধিত ন্যূনতম সহায়ক মূল্য পান – যার মাধ্যমে তারা তাদের চাষের খরচের থেকেও যথেষ্ট বেশি লাভ করতে পারেন ।


সরকার ২২টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে । এগুলি হল – ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, রাগী, অরহড়, মুগ, বিউলির ডাল, খোসা সুদ্ধ বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিল, নাইজার বীজ, কাপাস, গম, বার্লি, দানাশস্য, মসুরডাল, সর্ষে, সাফোলা, পাট এবং নারকেলের শুষ্ক শীষ । এছাড়াও টোরিয়া এবং খোসা সুদ্ধ নারকেলের ন্যূনতম সহায়ক মূল্য যথাক্রমে সর্ষে ও নারকেলের শুষ্ক শীসের অনুপাতে নির্ধারিত হয় । 


লোকসভায় রবিবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

 


CG/CB/AS



(Release ID: 1657453) Visitor Counter : 215