আয়ুষ

অপুষ্টি নিয়ন্ত্রণের জন্য আয়ুষ মন্ত্রক এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Posted On: 20 SEP 2020 5:18PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ সেপ্টেম্বর, ২০২০

 



পোষণ অভিযানের অঙ্গ হিসেবে অপুষ্টি নিয়ন্ত্রণের জন্য আজ নতুন দিল্লিতে আয়ুষ মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্বাক্ষরের উদ্দেশ্যই হলো দেশে অপুষ্টি নিয়ন্ত্রণের জন্য সময়ে সময়ে পরীক্ষা চালানো এবং আয়ুষ ভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করা।


আয়ুষ মন্ত্রকের সচিব শ্রী বৈদ্য রাজেশ কোটেচা এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী রামমোহন মিশ্র এই সমঝোতা স্বাক্ষ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক।


অনুষ্ঠানে শ্রীমতী ইরানী জানান, উভয় মন্ত্রকের সহযোগিতায় দেশে নারী ও শিশুদের অপুষ্টিজনিত সমস্যা মোকাবিলা সম্ভবপর হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে প্রতিটি অঙ্গনওয়ারি কেন্দ্রে পুষ্টি পরিপোষক গাছের উদ্যান এবং চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ভেষজ ঔষুধি উদ্যান গড়ে তোলা হবে।


অনুষ্ঠানে শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক জানান, আয়ুর্বেদ এবং আয়ুষ চর্চা দেশে অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে গর্ভবতী মহিলা, শিশু ও স্তন্যদায়িনী মায়েদের পুষ্টিকর খাদ্য সরবরাহ সম্ভবপর হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ভারতে চিরাচরিত স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাপনায় আয়ুর্বেদ এবং আয়ুষ চর্চার গ্রহণযোগ্যতা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়ুর্বেদ ও আয়ুষ চর্চা স্বীকৃতি লাভ করেছে। সাশ্রয়ী মূল্যে সুরক্ষিত স্বাস্থ্য পরিষেবা স্থেত্রে মানুষের বিশ্বাসযোগ্যতাও অর্জন করতে পেরেছে আয়ুর্বেদ ও আয়ুষ চর্চা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদ ও আয়ুষ চর্চা বর্তমান সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।


এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে আয়ুষ মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একযোগে পোষণ অভিযানের আওতায় আয়ুষ, আয়ুর্বেদ এবং যোগ চর্চার বিষয়গুলি কার্যকর করে তুলবে। ভারত সরকারের জনকল্যাণমূলক কর্মসূচী জাতীয় পুষ্টি মিশনের আওতায় শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদায়িনী মায়েদের পুষ্টি বিকাশের ক্ষেত্রে সাহায্য করবে।


এই সমঝোতার ফলে পোষণ অভিযানের সঙ্গে আয়ুষ চর্চাকে যুক্ত করা হবে। আয়ুর্বেদ, যোগ ও অন্যান্য আয়ুষ চর্চার মাধ্যমে অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণের উদ্যোগ নেওয়া হবে। এজন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে যোগ চর্চা ব্যবস্থা প্রদান করা হবে। রাজ্যের স্বাস্থ দপ্তরের সহযোগিতায় অঙ্গনওয়ারি কর্মীদের সঙ্গে মাসে একবার করে আয়ুষ চিকিৎসকরা বৈঠক করবেন। এমনকি অঙ্গনওয়ারি কেন্দ্রে আয়ুষ চর্চা নিয়ে কি কাজ হচ্ছে তা খতিয়ে দেখার জন্য আয়ুষ চিকিৎসকরা সংশ্লিষ্ট অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি পরিদর্শনও করবেন। কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে টেলি মেডিসিন, আয়ুষ হেল্ফলাইন নম্বরের সুযোগ সুবিধাও চালু করা হবে। ‘ধরিত্রী’ কর্মসূচীর মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের কাছে আয়ুর্বেদ পুষ্টির বিষয়ে বার্তা পৌঁছে দেবেন অঙ্গনওয়ারি কর্মীরা।


অনুষ্ঠানে দুই মন্ত্রী অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণে বিভিন্ন কর্মসূচী ডিজিটাল মাধ্যমে প্রচার চালিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে #Ayush4Anganwadi কর্মসূচী জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

 



CG/SS/SKD


(Release ID: 1657173) Visitor Counter : 170