অর্থমন্ত্রক

কেন্দ্রের ট্রেজারি বিলের নিলামের জন্য সংশোধিত ক্যালেন্ডারপ্রকাশ

(২০২০-র সেপ্টেম্বরের শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য)

Posted On: 26 JUN 2020 10:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭শে জুন, ২০২০

 

 

কেন্দ্র, নগদ অর্থের পরিমাণ সংক্রান্ত সমীক্ষা করার পর, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে পরামর্শক্রমে ২০২০-র সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য ট্রেজারি বিল জারি করার পরিমাণ নির্ধারণ করেছে।  

ট্রেজারি বিলের নিলামের জন্য প্রজ্ঞাপিত রাশি (পয়লা জুলাই ২০২০ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২০), (কোটি টাকার হিসেবে) –

নিলামের তারিখ

বিজ্ঞপ্তি জারির তারিখ

৯১ দিন

১৮২ দিন

৩৬৪ দিন

মোট

০১.০৭.২০২০

০২.০৭.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

০৮.০৭.২০২০

০৯.০৭.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

১৫.০৭.২০২০

১৬.০৭.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

২২.০৭.২০২০

২৩.০৭.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

২৯.০৭.২০২০

৩০.০৭.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

০৫.০৮.২০২০

০৬.০৮.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

১২.০৮.২০২০

১৩.০৮.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

১৯.০৮.২০২০

২০.০৮.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

২৬.০৮.২০২০

২৭.০৮.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

০২.০৯.২০২০

০৩.০৯.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

০৯.০৯.২০২০

১০.০৯.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

১৬.০৯.২০২০

১৭.০৯.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

২৩.০৯.২০২০

২৪.০৯.২০২০

১২,০০০

১৩,০০০

১০,০০০

৩৫,০০০

মোট

 

১,৫৬,০০০

১,৬৯,০০০

১,৩০,০০০

৪,৫৫,০০০

 

কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক, পরিস্থিতি অনুযায়ী বাজারের অবস্থা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দিক বিবেচনা করে এই ট্রেজারি বিলের বিজ্ঞপ্তিটিকে পরিমার্জন করতে পারবে। তাই এই ক্যালেন্ডার পরিস্থিতি অনুযায়ী বদলও হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ট্রেজারি বিলের নিলাম বিভিন্ন সময় কেন্দ্র, সংশোধন করতে পারে। এবিষয়ে F4(2)-W&M/2018 – এই বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধন কার্যকর হবে।

 

 


CG/CB/SFS


(Release ID: 1634882) Visitor Counter : 171


Read this release in: English , Hindi , Manipuri , Tamil